ভ্যান গঘের আঁকা দুষ্প্রাপ্য ছবি, এই প্রথম প্রকাশ্যে

দু’হাতের তালুতে মুখ ঢেকে বসে রয়েছেন এক প্রৌঢ় ব্যক্তি। পরনে ছেঁড়া, তাপ্পি দেওয়া বাবা স্যুট। পায়ে ভারি বুট জুতো। ক্লান্তির ছাপ ছড়িয়ে রয়েছে তাঁর সারা দেহজুড়ে। পেনসিল স্কেচে আঁকা এই ছবি এক কথায় অ্যামেচারিস বিউটি। তাতে যেমন অপেশাদারিত্বের ছাপ রয়েছে স্পষ্ট, তেমন সমানভাবে মিশে রয়েছে বিস্ময়ও। এ ছবি কোনো তরুণ শিক্ষার্থীর হাতে আঁকা বলেই মনে হবে যে কারোর। আদতে তেমনটাই। কিন্তু কে সেই শিক্ষার্থী? কেনই বা হঠাৎ এত আলোচনা এমন একটি ‘সাধারণ’ ছবি নিয়ে?

ড্রইং পেপারের কোণায় চোখ পড়লে শিহরিত হয়ে উঠবেন আপনিও। সেখানে জ্বল জ্বল করছে কাঁপা কাঁপা হাতে লেখা ভ্যান গঘের স্বাক্ষর (Vincent Van Gogh)। ‘ভিনসেন্ট’। হ্যাঁ, আজ থেকে প্রায় ১৪০ বছর আগে এই ছবি (Sketch) এঁকেছিলেন তিনি। তবে এতদিন এই ছবির অস্তিত্বের সম্পর্কেই অবগত ছিলেন না কেউ। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই ছবি ছিল একটি ডাচ পরিবারের মালিকানায়। তবে ছবিটির গুরুত্ব কিংবা তাৎপর্যের ব্যাপারে অবগত ছিলেন না তাঁরাও। বেশ অযত্নেই সেই ছবি পড়ে ছিল প্রাচীন সিন্দুকে। এমনকি বয়সের ভারে কাগজটির ধারগুলিও নষ্ট হয়ে গেছে অনেকাংশে। ব্যাপারটি নজরে আসতেই চমকে উঠেছিলেন বর্তমান মালিক। তবে সত্যিই এই ছবি ভ্যান গঘের আঁকা কিনা তা নিয়ে সন্দেহ ছিলই। সেই রহস্যোন্মোচন করতে অ্যামস্টারডাম মিউজিয়ামের সঙ্গে যোগাযোগ করে ওই পরিবার। গবেষণায় উঠে আসে, ১৮৮২ সালে হেগ শহরের থাকাকালীন এই ছবি এঁকেছিলেন ভিনসেন্ট। 

গত বৃহস্পতিবার প্রথমবারের জন্য জনসমক্ষে প্রদর্শিত হল ভ্যান গঘের আঁকা ‘সদ্য আবিষ্কৃত’ এই স্কেচ। সৌজন্যে আমস্টারডাম মিউজিয়াম। আগামী ২ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনের পর তা ফিরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ডাচ পরিবারটির হাতে, এমনটাই জানাচ্ছে মিউজিয়াম কর্তৃপক্ষ। 

তবে এই ছবির পিছনে লুকিয়ে রয়েছে এক অন্য ইতিহাস। মিউজিয়াম কিউরেটরের কথায় এই স্কেচ অমূল্য সম্পদ। ভ্যান গঘের বয়স তখন ২৭ বছর। তখনও আঁকার জগতে তাঁর কাছে একেবারেই আনকোরা। সদ্য পেনসিলের স্কেচ শিখেছেন ভিনসেন্ট। শিখছেন তুলি ধরতে। তার বছর দেড়েকের মধ্যেই আঁকা হয়েছিল এই ছবি। হেগ শহরের কয়লাখনির শ্রমিকদের যাপনচিত্রকেই কাগজে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ভ্যান গঘ। উল্লেখ্য, এই পর্যায়ে ভ্যান গঘের আঁকা ছবিগুলিকে ‘ওয়ার্ন আউট’ সিরিজ হিসাবে চিহ্নিত করে ভ্যান গঘ মিউজিয়াম। এই পর্যায়ের মধ্যেই লুকিয়ে রয়েছে ভিনসেন্টের পেশাদার চিত্রকার হয়ে ওঠার যাত্রাপথ। ফলত, এই ছবি যে ঐতিহাসিক— তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন
১৮৮৭ সালে এঁকেছিলেন ভ্যান গঘ, এই প্রথম প্রকাশ্যে এল ছবি

মাত্র ১০ বছরের শিল্পজীবনে ১০ হাজারেরও বেশি ছবি এঁকেছেন ভ্যান গঘ। যা ভাবলেও আশ্চর্য হয়ে যেতে হয় যে কাউকে। কিন্তু তাঁর আঁকা বহু ছবিরই অস্তিত্ব আজ শুধুমাত্র টিকে রয়েছে মিউজিয়ামের ক্যাটালগে। কালের গর্ভে হারিয়ে যাওয়া তেমনই একটি পাজলের টুকরো যেন খুঁজে পাওয়া গেল হঠাৎ। গত মার্চ মাসেই ঠিক এভাবেই সামনে এসেছিল ভ্যান গঘের আঁকা আরও একটি রঙিন তৈলচিত্র। এর বাইরেও যে কিংবদন্তি চিত্রশিল্পীর কত আঁকা চাপা পড়ে রয়েছে ধুলোর আস্তরণে, তা জানা নেই কারোরই…

আরও পড়ুন
কেন ‘আত্মহত্যা’ করেছিলেন ভ্যান গঘ? নতুন অসুস্থতার খোঁজ পেলেন গবেষকরা

Powered by Froala Editor

আরও পড়ুন
‘শেষ পঞ্চাশ’ তৃতীয় পর্ব : বাঙালি শিল্পী ও ভ্যান গঘের প্রেত

Latest News See More