তরুণ প্রজন্মকে বইমুখো করতে ৫ লক্ষ বই বিতরণ লাইব্রেরির

মাসে মাসে নিত্যনতুন বইকেনার সামর্থ্য থাকে না অনেকেরই। আর সেক্ষেত্রে বইপোকাদের কাছে স্বর্গরাজ্য লাইব্রেরি। প্রতি মাসে যৎসামান্য মাসিক অর্থ দিয়েই পছন্দ মতো বই পাওয়া লাইব্রেরি থেকে। তবে কোনো বই পড়া হয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা আবার ফিরিয়েও দিতে হয় লাইব্রেরিতে। কিন্তু লাইব্রেরি কর্তৃপক্ষই যদি চিরকালের জন্য বই রেখে দেওয়ার অনুমতি দেয় পাঠকদের?

ভাবছেন, তা আবার হয় নাকি? তবে এবার এমনটাই হল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। তরুণ প্রজন্মকে বইমুখো করতে বিশেষ উদ্যোগ নিল নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি (New York Public Library)। চলতি গ্রীষ্মে শিশু ও কিশোরদের জন্য প্রায় ৫ লক্ষ বই বিতরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম এই গ্রন্থাগার। 

একাধিক সমীক্ষা জানিয়েছে, বর্তমান প্রজন্ম ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে বই-এর থেকে। বরং, ক্রমশ ডুবে যাচ্ছে ইন্টারনেট এবং ভিডিও গেমের দুনিয়ায়। মহামারীর পরিস্থিতি যেন আরও ত্বরান্বিত করেছে এই ঘটনাকে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায়, আরও কমেছে বই পড়ার অভ্যাস। নতুন করে বই-এর প্রতি তাঁদের আকর্ষণ গড়ে তুলতে এই বিশেষ উদ্যোগ। আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পড়তে চলেছে গ্রীষ্মকালীন ছুটি। জুলাই-এর ৪ তারিখ সে-দেশের স্বাধীনতা দিবসও বটে। ফলে, বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের সমস্ত স্কুল। মধ্যবর্তী এই সময়ে যাতে তরুণদের মধ্যে উৎপাদনশীলতা বজায় থাকে, সেই কারণেই বই দেওয়ার সিদ্ধান্ত লাইব্রেরি কর্তৃপক্ষের। 

নিউ ইয়র্ক সিটির মূল লাইব্রেরি ছাড়াও ম্যানহাটন, ব্রঙ্কস, স্টেটেন আইল্যান্ড-সহ সবমিলিয়ে ৯২টি ছোটো ছোটো লাইব্রেরি ছড়িয়ে রয়েছে নিউ ইয়র্ক প্রদেশে। এই সমস্ত লাইব্রেরিই নিয়ন্ত্রিত হয় নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির মাধ্যমে। লাইব্রেরি কর্তৃপক্ষ জানাচ্ছে, এই প্রতিটি কেন্দ্র থেকেই পছন্দ মতো বই সংগ্রহ করতে পারবেন কিশোর, তরুণ পড়ুয়ারা। ফিকশন থেকে নন-ফিকশন, কবিতা থেকে ছোটোগল্প কিংবা প্রবন্ধ— থাকছে সবকিছুই। ইংরাজির পাশাপাশি চাইলে পাওয়া যাবে স্প্যানিশ, চিন কিংবা ফরাসি ভাষার সাহিত্যও। 

আরও পড়ুন
বই নয়, এই লাইব্রেরিতে ভাড়া পাওয়া যায় গৃহস্থের ব্যবহারিক সামগ্রী!

নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির দাবি, এই উদ্যোগ শুধু তরুণদের বই পড়তেই নয়, আগামীদিনে ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতেও অনুপ্রাণিত করবে। করে তুলবে প্রগতিশীল। নিউ ইয়র্ক লাইব্রেরির এই উদ্যোগ এককথায় কুর্নিশ জানানোর মতোই…

আরও পড়ুন
আগুনে ভষ্মীভূত লাইব্রেরিকে আবার গড়ে তুললেন ‘নিরক্ষর’ সৈয়দ

Powered by Froala Editor

আরও পড়ুন
কখনও উটের পিঠে, কখনও যুদ্ধযানে— পৃথিবীর আশ্চর্য কিছু ভ্রাম্যমাণ লাইব্রেরির গল্প

Latest News See More