করোনার জেরে গোটা পৃথিবীতে মৃত্যুমিছিল। যত দিন যাচ্ছে, সংখ্যাটি বেড়েই যাচ্ছে। সারা জায়গায় হাহাকার। বিশেষ করে, প্রথম বিশ্বের দেশগুলির অবস্থা রীতিমতো শোচনীয়। আমেরিকার মতো শক্তিধর দেশও কাবু হয়ে পড়েছে এই ছোট্ট ভাইরাসের আক্রমণে। অবস্থা এমন জায়গায় গেছে যে, মৃতদেহ কবর দেওয়ার জন্য লোক ভাড়া করতে হচ্ছে!
হ্যাঁ, সমৃদ্ধশালী আমেরিকার অবস্থা এখন এই পর্যায়। সাম্প্রতিক খবর অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা সেখানে প্রতিনিয়ত বাড়ছে। ৪ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে অঙ্কটি, আর মৃত ১৮ হাজার ছুঁইছুঁই। একা নিউ ইয়র্কেই মৃত সাত হাজার! সমস্ত কিছু বন্ধ; জনজীবন বিপর্যস্ত। কিন্তু যারা মারা যাচ্ছে, তাঁদের তো কবর দিতে হবে। সেই লোকও পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই কোয়ারান্টাইনে। এমন অবস্থায় নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের তরফ থেকে সমাধিস্থ করার জন্য লোক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত স্থানীয় শ্রমিক যারা চুক্তির ভিত্তিতে কাজ করেন, তাঁদেরই এই কাজে লাগানো হয়েছে। হার্ট আইল্যান্ডকে ‘কবরস্থান’ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, শহরের বিভিন্ন জায়গায় মৃতদেহ ঠান্ডা অবস্থায় ‘স্টোর’ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ধীরে ধীরে সেগুলোকেও সমাধিস্থ করা হবে। এত মানুষ মারা গেছেন, যে জায়গা তৈরি করতেও বেগ পেতে হচ্ছে। এককথায়, আমেরিকার মতো প্রথম সারির, শক্তিধর একটি দেশকেও ধরাশায়ী করে দিয়েছে এই আণুবীক্ষণিক জীব।