কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন প্রস্তুত, দাবি ইতালির সংস্থার

করোনা যুদ্ধে ইজরায়েলের পর এবার গুরুত্বপূর্ণ আবিষ্কারের দাবি জানাল ইতালি। রোমের লাজারো স্পাল্লামজানি ন্যাশনাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরিতে সফল হয়েছেন বলে জানান।

এই ভ্যাকসিন সরাসরি কোষে গিয়ে প্রতিহত করবে ভাইরাসকে। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা টাকিসের নমুনা পরীক্ষায় পাস করেছে এই ভ্যাকসিন। প্রথমে ইঁদুরের দেহে ও পরে মানুষের দেহকোষের মধ্যে প্রয়োগ করা হয়েছিল এই ভ্যাকসিন। উভয়ক্ষেত্রেই এই ভ্যাকসিন নিরাশ করেনি বিজ্ঞানীদের। মিলেছে ইতিবাচক ফল। গ্রীষ্মের মধ্যেই শুরু হবে ট্রায়াল টেস্টিং। অর্থাৎ কোভিড-১৯ আক্রান্তের শরীরে সরাসরি প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন।

এই ভ্যাকসিনে ব্যবহৃত হয়েছে ইলেকট্রোপোরেশন প্রযুক্তি। যা প্রতি দেহকোষে গিয়ে সক্রিয় করে তোলে প্রতিরোধ ক্ষমতাকে। করোনা ভাইরাসের মূল লক্ষ্য হল ফুসফুস। বিশেষত ফুসফুসেই ভাইরাসের স্পাইক প্রোটিনের জন্য অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এই ভ্যাকসিন। এমনকি ভাইরাসের অভিযোজনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে পারবে এই ভ্যাকসিন। এমনটাই জানিয়েছেন টাকিসের সিইও অরিসিচিও।

ইতালির বিজ্ঞানীরা যথেষ্ট আশাবাদী, এই প্রযুক্তি মানুষের শরীরেও কাজ করবে সফলভাবে। ফলে করোনার সংক্রমণ আটকানো যাবে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই মার্কিন ওষুধ নির্মান কারখানা লিনিয়ারেক্সের সঙ্গে কথা হয়েছে টাকিসের। প্রযুক্তিগত এবং বাণিজ্যিক দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই ভ্যাকসিনের মাধ্যমেই হবে যুদ্ধজয়। ইজরায়েলের পর ইতালির ভরসায় বুক বাঁধছে পৃথিবীর মানুষ।

Latest News See More