সত্যজিতের লেখা ‘সেপ্টোপাসের খিদে’ গল্পটার কথা মনে আছে? ছোটো জীবজন্তু থেকে শুরু করে পাখি— এই সবকিছুই ছিল তার খাবার। শেষে আস্ত মানুষকেও উদরস্থ করতে উদ্যত হয়েছিল সেপ্টোপাস। হ্যাঁ, সত্যজিতের এই গল্প কাল্পনিক হলেও, মাংসাশী উদ্ভিদ রয়েছে বাস্তবেও। ছোটো কীটপতঙ্গই মূলত তাদের খাবার। তবে এবার এক ভিন্ন গোত্রের মাংসাশী উদ্ভিদের সন্ধান পেলেন গবেষকরা। যা শিকারের জন্য ফাঁদ বিছিয়ে রাখে পাতালে— মাটির নিচে।
ইন্দোনেশিয়ার উত্তর কালিমান্তান প্রদেশের বোর্নিও দ্বীপ। সেখানেই সন্ধান মিলল এই অদ্ভুত মাংসাশী উদ্ভিদ প্রজাতিটির। কলসপত্রী বা অন্যান্য মাংসাশী উদ্ভিদের মতোই এই গাছের খাদ্যথলি বিবর্তিত হয়েছে পাতা থেকেই। তবে বাইরে থেকে দেখা যায় না সেই ফাঁদ। সবটাই লুকিয়ে থাকে মাটির তলায়। অনেকটা শিকড়ের মতোই।
এশিয়া মহাদেশের অন্যতম জীববৈচিত্রের হটস্পট বলে ধরে নেওয়া হয় ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপকে। ফলে, চিরকালই এই দ্বীপ আকর্ষণ করেছে জীববিজ্ঞানীদের। আর সেই সূত্রেই বোর্নিও-তে হাজির হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের প্যালাকি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে এই অদ্ভুত উদ্ভিদ প্রজাতির আবিষ্কার খানিক আকস্মিকভাবেই।
বোর্নিও-র শিখরে আরোহণের সময়, গবেষকদের নজরে কাদায় চাপা পড়ে যাওয়া বেশ কিছু কলসপত্রী উদ্ভিদ। তাদের ছবিও সংগ্রহ করেছিলেন গবেষকরা। প্রাথমিকভাবে ভেবেছিলেন, বৃষ্টির কারণে ধ্বস নামায় কলস-সহ গাছের অধিকাংশটাই বোধ হয় ডুবে গেছে কাদার আস্তরণে। পরবর্তীতে বোর্নিও-র শিখরে পাতা দেখে একই প্রজাতির গাছ চিহ্নিত করলেও, তাতে কলসপত্র বা শিকার ধরার ফাঁদের হদিশ না পেয়ে বেশ অবাকই হয়েছিলেন তাঁরা। সেখান থেকেই শুরু হয় অনুসন্ধান। গাছের নমুনা সংগ্রহ করতে গিয়েই উদ্ঘাটিত হয় আসল রহস্য। আদতে এই বিশেষ প্রজাতির শিকারের ফাঁদ বিছিয়ে রাখে মাটির তলায়। বৃষ্টির জলে ধ্বস নামার কারণেই প্রকাশ্যে বেরিয়ে পড়েছিল সেই কলস।
আরও পড়ুন
এশিয়াটিক চিতার পর ভারতীয় ধূসর নেকড়ে, অবলুপ্তির প্রমাদ গুনছে প্রাচীনতম প্রজাতি
প্রায় ১১ সেমি দীর্ঘ এই কলসগুলি সাধারণত পিঁপড়ে, গুবরে পোকা, মশার লার্ভা, নিমাটোড এবং কেঁচো শিকার করে থাকে। আশ্চর্যের বিষয়, কয়েকটি নমুনার বিশ্লেষণ করতে গিয়ে, গাছের পেটে এক নতুন গোত্রের কেঁচো-জাতীয় প্রাণীরও সন্ধান পেয়েছেন গবেষকরা। সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে ‘ফটোকিস’ বিজ্ঞান পত্রিকায়। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে 'নেপেনথিস পুডিকা'।
আরও পড়ুন
দিঘা এবং কেরলে আবিষ্কৃত হল নতুন প্রজাতির ঈল
সপ্তাহ খানেক আগেই ভারতের উত্তরাখণ্ডে সন্ধান মিলেছিল এক নতুন পতঙ্গভুক উদ্ভিদের। তা নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। এবার তার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল আরও এক বিচিত্র মাংসাশী গাছের অস্তিত্ব…
আরও পড়ুন
মানুষ ছাড়াও হাসতে অভ্যস্ত ৬৫টি প্রজাতির প্রাণী! জানাচ্ছে গবেষণা
Powered by Froala Editor