বয়স প্রায় ৮.৫ কোটি বছর কম, চাঁদের বয়স নিয়ে নয়া তত্ত্ব মহাকাশবিজ্ঞানীদের

গান, কবিতা কিংবা জ্যোতির্বিজ্ঞানের চর্চায় সবসময়ই বিশেষ জায়গা দখল করে রেখেছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদের বয়স কত, এই নিয়ে বরাবরই নানা মতভেদ চালু ছিল বিজ্ঞানীদের মধ্যে। তবে সম্প্রতি মহাকাশবিজ্ঞানীরা দাবি করেছেন, চাঁদের বয়স যতটা মনে করা হচ্ছিল প্রকৃতপক্ষে তার থেকে প্রায় ৮৫ মিলিয়ন বা ৮.৫ কোটি বছর কম হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌর জগত গঠনের প্রায় ছয় কোটি বছরের পরে সৃষ্টি হয়েছিল চাঁদ। মনে করা হয়, এক সময় পৃথিবীর সঙ্গে প্রায় মঙ্গল গ্রহের আকৃতির একটি গ্রহাণুর ধাক্কা লাগার পরেই সৃষ্টি হয় চাঁদের। সেই গ্রহাণুর নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন ‘থেইয়া’। যদিও ওই সংঘর্ষের কয়েকবছর পরেই নিশ্চিহ্ন হয়ে যায় ওই গ্রহাণুটি। 

কেমন ছিল প্রাথমিকভাবে চাঁদের অবস্থা? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রথমাবস্থায় চাঁদে ছিল গলন্ত লাভা বা ম্যাগমার বিশাল সমুদ্র। কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ পদ্ধতির মাধ্যমে সেই সমুদ্র ঠান্ডা হয়ে তৈরি হয় চাঁদের রুক্ষ পাথুরে জমি। সম্প্রতি জার্মান অ্যারোস্পেস সেন্টারের একটি গবেষণায় বিজ্ঞানীরা নির্ধারণ করার চেষ্টা করেছিলেন ঠিক কত সময় লেগেছিল চাঁদের পৃষ্ঠদেশ তৈরি হতে। সেখানকার বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্পূর্ণ প্রক্রিয়াটি ঘটতে সময় লেগেছিল প্রায় ২০০ মিলিয়ন বা দু’কোটি বছর।

Powered by Froala Editor