গত কয়েক মাস ধরে আমাজনের একাংশ পুড়ে গেছে। আর এর মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য, যা বিজ্ঞানীরা চমকপ্রদ বলে মনে করছেন।
আমাজনের জঙ্গলে, ব্রাজিলের পারা রাজ্যে তাপাজো এবং জামানাক্সিম নদীর কাছে একটি নতুন বাঁদরের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। সাদা লেজ এবং সাদা হাত-পা যুক্ত একটি বাঁদর, যা এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি। স্থানীয় মানুষরা এর নাম দিয়েছেন ‘মিকো মুন্দুরুকু’। মুন্দুরুকু একটি আদিম আদিবাসী প্রজাতির নাম, যাঁরা বহু পূর্বে তাপাজো ও জামানাক্সিম নদীর সঙ্গমে বসবাস করতেন।
আমাজনের জঙ্গলে বহু নতুন প্রজাতির পশুপাখি পাওয়া যায়। যদিও এখন তা অতিরিক্ত গাছ কাটার ফলে বহুলাংশে হ্রাস পেয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ আমাজোনিয়ান রিসার্চ সংস্থার রডরিগো কোস্টা আরাউজোর কথায়, বিপুল পরিমাণেগাছ কাটার ফলে বহু এলাকা নিশ্চিহ্ন হয়েছে। এর মধ্যে এই নতুন প্রজাতির বাঁদরের খোঁজ পাওয়া নিঃসন্দেহে আনন্দের।
সাদা লেজের বাঁদর দক্ষিণ আমেরিকাতে দুর্লভ। এর বৈজ্ঞানিক নাম লিওনতোকেবাস মেলানুলিউকাস। আরাউজো এবং তাঁর সঙ্গী গবেষকরা পায়ে হেঁটে এবং নৌকায় চড়ে এই বাঁদরগুলির শারীরিক নমুনা সংগ্রহ করেন। গবেষণা করে তাঁরা জানেন যে, এটি একটি নতুন প্রজাতি। যে স্থানীয় বাসিন্দারা এখানে সোনার খোঁজ চালান তাঁদের বক্তব্য, এই প্রজাতির উপস্থিতি তাঁরা আগেও লক্ষ্য করেছেন।
তাপাজো নদীর কাছে সোনার লোভে প্রচুর গাছ কাটা এবং জঙ্গলে অবাধ অনুপ্রবেশ চলছে। তাই মুন্দুরুকুর ব্যাপারে সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। সে জন্য সাদা লেজ যুক্ত এই বাঁদরটির স্থান আই ইউ সি এন এর লাল তালিকায়।
আশা করা যায়, মানুষ পরিবেশ সম্পর্কে আরও সচেতন হলে এখনও বহু বিলুপ্তপ্রায় প্রজাতির সন্ধান পাওয়া যাবে এই বিশ্বে।