জল্পনা তৈরি হয়েছিল আগেই। এবার সেটাই সত্যি হতে চলেছে। মোবাইলে কথা বলার খরচ অনেকটাই বাড়াতে চলেছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং জিও। আগামীকাল অর্থাৎ ৩ ডিসেম্বর থেকেই এয়ারটেল এবং ভোডাফোনের নতুন প্ল্যান কার্যকরী হবে। জিও’র নতুন প্ল্যান চালু হবে ৬ ডিসেম্বর থেকে। কিন্তু ঠিক কী কী পরিবর্তন হল দেশের তিন বড় টেলিকম সংস্থার প্ল্যানে? কতটা চাপ পড়ল মানুষের পকেটে? জেনে নেওয়া যাক বিস্তারিত—
প্রথমেই দেখে নেওয়া যাক এয়ারটেলের নতুন প্ল্যান—
- নতুন প্ল্যানে দুইদিনের বেসিক ১৯ টাকার প্ল্যানে কোনও পরিবর্তন করা হয়নি। ১৯ টাকার পরিবর্তে দুইদিনের জন্য আনলিমিটেড কল, ১০০ টি ফ্রি এসএমএস এবং ১৫০ এমবি ডেটা পাবেন।
- ৩৫ টাকার প্ল্যানটির চার্জ বাড়িয়ে ৪৯ টাকার করা হয়েছে। এতে টকটাইম ৩৮.৫২ টাকা পেলেও, ডেটা প্ল্যান একই থাকছে (১০০ এমবি, ২৮ দিনের জন্য)।
- ১২৯, ১৬৯, ১৯৯, ২৪৯ টাকার ২৮ দিনের আনলিমিটেড কলের প্ল্যানিংগুলো বদলানো হয়েছে। এখন এই প্ল্যানগুলির চার্জ বাড়িয়ে যথাক্রমে ১৪৮, ২৪৮, ২৪৮, ২৯৮ টাকার করা হয়েছে। ডেটা প্ল্যান একই থাকছে। অন্য নেটওয়ার্কে কল করলে ১০০০ মিনিট অবধি ফ্রি দেওয়া হবে। তারপর থেকে টাকা কাটবে।
- ৪৪৮, ৪৯৯ টাকার ৮২ দিনের আনলিমিটেড কল প্ল্যানিংয়ের চার্জ বাড়িয়ে যথাক্রমে ৫৯৮ এবং ৬৯৮ টাকা করা হয়েছে। এক্ষেত্রে, ভ্যালিডিটি ৮২ থেকে বাড়িয়ে ৮৪ দিন করা হয়েছে। অন্য নেটওয়ার্কে কল করলে ৩০০০ মিনিট অবধি ফ্রি দেওয়া হবে। তারপর টাকা কাটবে।
- ৯৯৮ টাকার এক বছরের প্ল্যানটি বাড়িয়ে করা হয়েছে ১,৪৯৮ টাকা। এক্ষেত্রে মূল ডেটার পরিমাণও ১২ জিবি থেকে বাড়িয়ে ২৪ জিবি করা হয়েছে। অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে ১২,০০০ মিনিট পর্যন্ত। তারপর টাকা কাটা হবে।
- যারা ৩৮৫ দিনের ১,৬৯৯ টাকার রিচার্জ করতেন, সেটার দাম এখন বেড়ে হয়েছে ২,৩৯৮ টাকা। অন্য নেটওয়ার্কে ফ্রি কলের লিমিট ১২,০০০ মিনিট।
- কিন্তু, এয়ারটেলের গ্রাহক যদি এয়ারটেল ছাড়া অন্য নেটওয়ার্কে কল করেন, তাহলে তাঁদের পকেট থেকে খরচা করতে হবে। এক্ষেত্রে এয়ারটেল ব্যবহার করছে ‘ফেয়ার ইউসেজ পলিসি’। অর্থাৎ, এয়ারটেল থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, কলের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। তার অতিরিক্ত হলেই, মিনিটে ৬ পয়সা করে খরচ করতে হবে গ্রাহককে।
এবার জেনে নেওয়া যাক ভোডাফোন-আইডিয়ার বর্ধিত প্ল্যান—
- এয়ারটেলের মতো, ভোডাফোনও তাঁদের মাসুল বাড়িয়েছে ৪২% পর্যন্ত। একই ফেয়ার ইউসেজ পলিসিকে গ্রহণ করেছে এই সংস্থাও। অর্থাৎ, ভোডাফোন এবং আইডিয়ার নেটওয়ার্কের বাইরে অন্য নেটওয়ার্কে কল করলে একটা নির্দিষ্ট সময় অবধি ফ্রি করা হবে। তারপর প্রতি মিনিটে ৬ পয়সা করে কাটা হবে।
- বাকি প্ল্যানগুলো অনেকটা ওপরের এয়ারটেলের টারিফ প্ল্যানগুলোর মতই। তবে, বর্ধিত ২৯৯ টাকার প্ল্যানে এবার থেকে কেবলমাত্র ২জি ডেটা পাওয়া যাবে। এবং, ৩৯৯ টাকার প্ল্যানে ৩জি ডেটা পাওয়া যাবে।
- ৯৭ টাকার প্রিপেড রিচার্জ করলে ৪৫ টাকার টকটাইম পাওয়া যাবে। সঙ্গে ১০০ এমবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।
- ১৯৭ টাকার আনলিমিটেড কল প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। সঙ্গে ২ জিবি ডেটা। তবে ভোডাফোন আর আইডিয়া ছাড়া অন্য নেটওয়ার্কে কথা বললে ১০০০ মিনিট অবধি ফ্রি দেওয়া হবে। তারপর চার্জ কাটবে।
- ২৯৭ টাকার প্ল্যানটিও ওপরের প্ল্যানটির মতই। তবে এক্ষেত্রে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা দেওয়া হবে।
সবশেষে, দেখে নেওয়া যাক জিও’র প্ল্যান—
- বেশ কিছুদিন আগেই প্ল্যান পরিবর্তন করার কথা ঘোষণা করেছিল জিও। বলা হয়েছিল, জিও ছাড়া অন্য নেটওয়ার্কে কথা বললে টাকা কাটা হবে।
- এখনও অবধি জিও’র প্ল্যান বিস্তারিত দেওয়া হয়নি। তবে ঘোষণা করা হয়েছে, মাসুলের পরিমাণ ৪০% পর্যন্ত বাড়ানো হবে। আগামী ৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই প্ল্যান।
- এই মুহূর্তে জিও’র প্ল্যান শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। মনে করা হচ্ছে, এই চার্জ বেড়ে দাঁড়াবে ২০০ টাকায়। এখন নতুন প্ল্যানে ঠিক কী আনবে জিও, সেটাই দেখার।