১ কেজি প্লাস্টিকের পরিবর্তে ১ কেজি চাল, বর্জ্য সংগ্রহের নয়া উপায় তেলেঙ্গানায়

এক কিলো চাল। যেটা কিনতে কোনও পয়সা লাগবে না। এমনও কি হয়? হ্যাঁ, তবে এখানে পয়সার জায়গায় দিতে হবে প্লাস্টিকের বর্জ্য। কিছুদিন আগে এমনই একটি প্রকল্প শুরু করেছে তেলেঙ্গানার মুলুগু জেলা প্রশাসন। যেখানে ১ কেজি প্লাস্টিকের বর্জ্যের পরিবর্তে গ্রামবাসীদের দেওয়া হবে ১ কেজি চাল।

প্লাস্টিক সমস্যা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের সমস্যা। সরাসরি পরিবেশের সঙ্গে জড়িত এই সমস্যা। কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারে এমনভাবে প্লাস্টিক জড়িয়ে গেছে, যে অনেকে সেখান থেকে বেরোতে পারছেন না। তাছাড়াও, প্লাস্টিক এমন একটি জিনিস যা মাটিতে পড়লে পচে না। ফলে সেটা জমে জমে দূষণ আরও বাড়তে থাকে। আর এই ব্যাপারটা রুখতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন মুলুগু জেলা প্রশাসন। মানুষের প্রাথমিক চাহিদা, অর্থাৎ খাদ্যের সঙ্গে সরাসরি যুক্ত করেছেন এটিকে। এখানে কোনও গ্রামবাসী যদি ১ কেজি প্লাস্টিকের বর্জ্য নিয়ে আসেন, তাহলে তার পরিবর্তে তাঁকে ১ কেজি চাল দেওয়া হবে। এর ফলে বর্জ্য সংগ্রহও সহজ হবে, সেই সঙ্গে খুলে যাবে প্রক্রিয়াকরণের পথ। পরিবেশ দূষণও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন জেলা আধিকারিকরা।

Latest News See More