প্রিয় রং জিজ্ঞেস করলে, অথবা দোকানে রং কিনতে গিয়ে অনেকেই অনায়াসে বলে দেন নীল। কিন্তু নীল বলতে আদতে রঙের একটা বিস্তর ক্ষেত্রকেই বোঝায়। তার মধ্যেও রয়েছে একাধিক প্রকারভেদ, একাধিক শেড। তবে নীল রঙের শেষ কোনো শেড আবিষ্কৃত হয়েছিল ১৮০২ সালে। তার প্রায় দুই শতক পেরিয়ে গিয়ে এবার বাজারে এসে গেছে এক নতুন নীল রং। গবেষকরা যার নাম দিয়েছেন ‘ইনমিন ব্লু’।
আজ থেকে প্রায় ১১ বছর আগের ঘটনা। ২০০৯ সালে প্রথম অরেগন রাজ্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেলেছিলেন এই ‘নীল গোত্রীয়’ রঞ্জক পদার্থ। খানিকটা দুর্ঘটনাক্রমেই। ভারতীয় অধ্যাপক মাস সুব্রামনিয়ান তৈরি করছিলেন ইলেক্ট্রনিক্সে ব্যবহারের জন্য একটি বিশেষ উপকরণের। বেশ কয়েকটি বিরল খনিজ, ইটারিয়াম, ইন্ডিয়াম, ম্যাঙ্গানিজ ও অক্সিজেনের মিশ্রণকে প্রায় ২ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম করেই চলছিল এই পরীক্ষা।
তবে চুল্লি থেকে নতুন রাসায়নিকটি বের করার পরই চমকে যান তিনি। আশাপ্রদ ফল মেলেনি বটে, তবে অদ্ভুত এক নীল বর্ণের যৌগ তৈরি হয়েছে। যা তিনি আগে কোথাও চাক্ষুষ করেননি। পরে রঞ্জক বিশেষজ্ঞরা জানান, সত্যিই এমন কোনো যৌগের উপস্থিতি ছিল না ইতিপূর্বে। ভারতীয় এই অধ্যাপকের নামেই পেটেন্ট আসে এই রঙের। তবে ব্যবহারিকদিকে তা কতটা নিরাপদ তা পরীক্ষা-নিরীক্ষা করতেই কেটে গেল প্রায় এক দশক।
সম্প্রতি পরিবেশ সংরক্ষণ এজেন্সি বাণিজ্যিকভাবে এই রঞ্জক ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে সুব্রামনিয়ানকে। পাওয়া যাচ্ছে প্রথম সারির দেশগুলিতে বেশ কিছু নির্বাচিত দোকানেও। তবে নতুন এই রঙের দাম, চোখ কপালে উঠে যাওয়ার মতোই। এই রং কিনতে গেলে মাত্র ১.৩ আউন্সের টিউবের জন্য খসবে ১৮০ মার্কিন ডলার। তবে হবে নাই বা কেন? গবেষকরা জানাচ্ছেন এই নতুন নীল রঙের শেড সবথেকে বেশি টেকসই। ‘প্রুশিয়ান ব্লু’-য়ের মতো দিন গেলে ফিকে হয়ে যাবে না এই রং। পাশাপাশি ‘কোবাল্ট ব্লু’-এর মতো রং ব্যবহারকারীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয়ও নেই এতে।
তবে ছবি আঁকার পাশাপাশি এই রং শক্তি সংরক্ষণের জন্য ভীষণভাবে উপযুক্ত। ইনফ্রারেড বিকিরণকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে এই রঞ্জকের জটিল পিরামিড আকৃতির আনবিক গঠন। ফলে কোনো পদার্থের ওপর এই রঙের প্রলেপ পড়লে সেখান থেকে শক্তি নিঃসরণ কমে যাবে ব্যাপকভাবে। পাশাপাশি শীতলও থাকবে সেই পদার্থের উপরিতল। বিগত দুই শতকের অপেক্ষার পর এই চমকপ্রদ আবিষ্কারে মজে রয়েছেন রঞ্জক বিশেষজ্ঞরা। অন্যদিকে কৌতূহলী ও সংগ্রাহকদের ভিড় সামলেই এখন দমবন্ধ অবস্থা ব্যবসায়ীদের…
Powered by Froala Editor
আরও পড়ুন
মাত্র দুটি ড্রাগের মিলিত প্রয়োগেই সেরে উঠবে ফুসফুসের ক্যানসার, যুগান্তকারী আবিষ্কার