ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি? এমনই ইঙ্গিত দিচ্ছে রাজ্যের নতুন রিপোর্ট। ১ দিন আগে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁয়েছিল রাজ্যে। এবার তা বাড়ল আরও ১০০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ১০৮৮ জন। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যাও। একদিনে মারা গেলেন ২৭ জন। যা নতুন রেকর্ড তৈরি করল বাংলায়। ফলে বাংলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫৭।
গত কয়েকদিন ধরেই একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা, তেমনই বেড়েছে সুস্থতার হারও। তবে গতকালের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় তা কমল বেশ খানিকটা। ফলত, সুস্থতার হার কমে দাঁড়াল ৬৪.৯৩ শতাংশ। যা নতুন করে চিন্তার সঞ্চার করছে চিকিৎসামহলে।
মঙ্গলবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল আবার লকডাউনের পথে হাঁটার। সেইমতই বৃহস্পতিবার সন্ধে ৫টা থেকে চালু হয় নতুন পর্যায়ের লকডাউন। আর তার ঠিক পরেই নতুন পরিসংখ্যান ত্রাস ছড়াল রাজ্যে। করোনার সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতা, দুই ২৪ পরগনা এবং হাওড়াতে। তারপরেও সচেতন হচ্ছেন না রাজ্যবাসী। কার্যত সেই কারণেই এই অঞ্চলগুলিতে আরো কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
রাজ্যের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিও অশনি সংকেত দিচ্ছে। ভারতে একদিনে এদিন আক্রান্ত হন ২৫ হাজার ১৪৪ জন। মৃত্যু হয় ৪৭৮ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ ছুঁই ছুঁই। কী হতে চলেছে পরবর্তী পরিস্থিতি? সংক্রমণ ঠেকাতে কেন্দ্রও কি হাঁটবে আবার লকডাউনের লক্ষ্যে? জানা নেই...
Powered by Froala Editor