চলতি বছরের মার্চ মাসে আইএসএসএফ বিশ্বকাপের অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছিল দিল্লির ডাঃ করণি সিং শ্যুটিং রেঞ্জকে। কিন্তু মহামারীজনিত কারণে তা পরে স্থগিত এবং বাতিল করতে হয়। তবে সেই খেদ মিটিয়ে দিল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)। জানাল, আগামী বছরের মার্চ মাসে পাঁচটি বিশ্বকাপের মধ্যে একটির আয়োজক হতে চলেছে দিল্লি।
সম্প্রতি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এর সভাপতি এবং আইএসএসএফের সহ-সভাপতি রণিন্দর সিং উপস্থিতিতে একটি বৈঠকে এই বছর ভারতকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে বেছে নেয় আইএসএসএফের নির্বাহী কমিটি। আইএসএসএফের বাকি চারটে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া, আজারবাইজান, মিশর এবং ইতালিতে।
আইএসএসএফ জানিয়েছে, ২০২১ সালের অক্টোবরের দ্বিতীয়ার্ধে অলিম্পিকের প্রতিটি পৃথক বিভাগের সেরা ১২ জন অ্যাথলিট অংশগ্রহণ করবেন ২০২১ সালের চূড়ান্ত টুর্নামেন্টে। যা অনুষ্ঠিত হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। সিনিয়র আইএসএসএফ বিশ্বকাপগুলি ছাড়াও ভারতের জুনিয়র শুটাররা পেরুর লাস পালমাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য বাছাই পর্বের সুযোগ পাবেন। জার্মানির সুহল এবং কাজাখাস্তানের আলমাতিতে অনুষ্ঠিত হবে জুনিয়র আইএসএসএফ বিশ্বকাপ।
এখনও অবধি এই বছরের জন্য অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন ১৬ জন ভারতীয় শুটার। লকডাউনে ড্রাই ফায়ারিং, বাড়িতে থেকেই টার্গেট প্র্যাকটিস এবং অনলাইন শ্যুটিং প্রতিযোগিতাগুলি আয়োজনের মাধ্যমেই প্রশিক্ষণ এবং অনুশীলন বজায় রাখার চেষ্টা করেছিল এনআরএআই। লকডাউনের মধ্যেও ভারতীয় শুটারদের ফর্ম ধরে রাখার জন্যই এই প্রকল্পগ্রহণ করেছিল জাতীয় সংস্থাটি। তবে অলিম্পিক কোর গ্রুপের জন্য জাতীয় শিবির চালু করার পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তার বাস্তবায়ন সম্ভব হয়নি শেষ অবধি...
আরও পড়ুন
২০২২ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা ফিফার, এই প্রথম হতে চলেছে শীতকালে
Powered by Froala Editor
আরও পড়ুন
বাতিল হওয়ার পথে এ-বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ, চূড়ান্ত শীলমোহর কাল