সারমেয়’র বর্ণনা শোনার আর্জি, দৃষ্টিহীনের অনুরোধ মেটাতে উপচে পড়ল কমেন্টবক্স

ফেসবুকের গ্রুপে নতুন পোস্ট এল। এমন তো প্রতিটা মুহূর্তে কত পোস্ট হয়। তবে এই পোস্টটা বাকি পোস্টের থেকে আলাদা। পোস্টটা করেছেন একজন দৃষ্টিহীন ব্যক্তি। গ্রুপে জানিয়েছেন তাঁর আর্জি— অন্যান্য সদস্যদের বাড়িতে যে সারমেয় রয়েছে, তাদের বর্ণনা যদি একটু তাঁদের মুখ থেকে শুনতে পেতেন। আর এই একটা পোস্টই ভাইরাল হয়ে গেল ওই গ্রুপে তো বটেই, বাইরেও। দলে দলে লোক এসে তাঁর পোষ্যের বর্ণনা দিয়ে যাচ্ছেন।

হ্যাঁ, ফেসবুক শুধুমাত্র ভুয়ো খবরের জায়গা নয়। ‘দ্য ডগস্পটিং সোসাইটি’-এর সাম্প্রতিক এই পোস্ট আবারও সেটাকেই প্রমাণিত করল। স্টিফেন উইলিয়াম স্কারটফ নামের সেই দৃষ্টিহীন ব্যক্তির পোস্টের পরেই গ্রুপের সদস্যরা নিজেদের সারমেয়র বর্ণনা দেন। কেউ বলেন চকোলেটের মতো, কেউ বা তুলনা করেছেন নিজের সন্তানের সঙ্গে। যাই হোক না কেন, সেই সমস্ত বর্ণনা স্টিফেনের কল্পনাকে আরও একবার উস্কে দেবে। উস্কে দেবে তাঁর ভেতরের দৃষ্টিকেও। আর এইসবের বাইরে, সমস্ত হানাহানি, হিংসা, মিথ্যা খবরের পাশে এই সমস্ত মুহূর্তগুলোই আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠবে আমাদের মধ্যে। আমরাও যাতে এমনভাবে উদযাপন করতে পারি সব সরিয়ে, সেটাই প্রার্থনা।

Latest News See More