নিভিছে দেউটি, প্রয়াত নেলসন ম্যান্ডেলার ছোটো মেয়ে জিন্দজি ম্যান্ডেলা

মারা গেলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার ছোটো মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। ম্যান্ডেলা পরিবারের তরফে একটি বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবাদ সংস্থায়।

১৩ জুলাই সকালে জোহানেসবার্গে একটি হাসপাতালে মারা যান জিন্দজি। বয়স হয়েছিল ৫৯ বছর। বাবার মতোই বর্ণময় না হলেও, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন জিন্দজিও। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন জোহানেসবার্গে। তবে তাঁর মৃত্যুর কারণ কী, সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী উইনি ম্যান্ডেলা এবং নেলসন ম্যান্ডেলার সন্তান ছিলেন জিন্দজি। যে সময় নেলসন ম্যান্ডেলা ওয়েস্টার্ন কেপের রবেন দ্বীপের একটি কারাগারে বছরের পর বছর বন্দি, সেই সময় বাইরের পৃথিবীতেও খুব সহজ জীবন কাটাতে পারেননি মা উইনি ম্যান্ডেলা ও বোন জিনানির সঙ্গে জিন্দজি ম্যান্ডেলাও। প্রতিনিয়তই হয়রানি এবং হুমকির সম্মুখীন হতে হত তাঁদের।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সমস্ত রাজনৈতিক মহল থেকেই। বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে, জিন্দজির এই অকালপ্রয়াণ একদমই মেনে নেওয়া যাচ্ছে না। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নতুন দিশা দেখাতে এবং দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে আরও বড় ভূমিকা পালন করার কথা ছিল তাঁর।

আরও পড়ুন
করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত মারাঠি সাহিত্যিক রত্নাকর মাটকারি

Powered by Froala Editor

আরও পড়ুন
মারা গেছেন কিম জং উন? মধ্যরাতে দাবি একাধিক মিডিয়ার, বাড়ছে গুঞ্জন

Latest News See More