লরিয়াস স্পোর্টস ওয়ার্ল্ড ব্রেকথ্রু সম্মানের জন্য প্রথম ভারতীয় হিসাবে মনোনয়ন নীরজ চোপড়ার

ভারতের হয়ে অলিম্পিকে প্রথম অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশজুড়ে তাঁকে নিয়ে উন্মাদনায় ভাঁটা পড়েনি এখনও। তবে শুধু অলিম্পিকের আসরেই নয়। এর পরেই আন্তর্জাতিক মঞ্চে বারবার উঠে এসেছে তাঁর নাম। আর এবার লরিয়াস স্পোর্টস (Laureus Sports) সম্মানের জন্য মনোনীত হয়েছে তাঁর নাম। প্রথমবার লরিয়াস স্পোর্টস সম্মানের ‘ওয়ার্ল্ড ব্রেকথ্রু’ বিভাগে কোনো ভারতীয় খেলোয়াড়ের নাম মনোনীত হল।

১৯৯৯ সাল থেকে লরিয়াস স্পোর্টস ফর গুড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বের বাছাই করা খেলোয়াড়দের সম্মান জানানো হচ্ছে। আর খেলোয়াড়দের মনোনয়নের জন্য সারা পৃথিবীর ৩০ হাজারের বেশি ক্রীড়া সাংবাদিক নাম পাঠান। সেখান থেকেই বাছাই করা হয় প্রাথমিক তালিকা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সম্মান হিসাবে বিবেচিত হয় লরিয়াস স্পোর্টস সম্মান। এই তালিকায় অবশ্য ভারতীয়দের নাম উঠে এসেছে আগেও। ২০২০ সালে পূর্ববর্তী ২ দশকের শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। আর ২০১৯ সালে ওয়ার্ল্ড স্পোর্টিং কামব্যাক বিভাগে মনোনীত হয়েছিলেন কুস্তিবীর বিনেশ পোগাট। তবে ওয়ার্ল্ড ব্রেকথ্রু বিভাগে প্রথমবার কোনো ভারতীয় মনোনীত হলেন।

নীরজের সঙ্গে এবারের তালিকায় রয়েছেন টেনিস তারকা দানি মেডভেডেভ, এমা রাদুকান। এছাড়াও অন্যান্য বিভাগের মধ্যে আছেন বার্সেলোনার তরুণ ফুটবল তারকা পেদ্রি। পেদ্রিকে এবছর ব্যালন ডি’ওর সম্মান জানানো হবে বলেও শোনা যাচ্ছে। বিশ্ববিখ্যাত এইসব খেলোয়াড়ের সঙ্গে এক তালিকায় থাকতে পেরে স্বাভাবিকভাবেই খুশি নীরজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, স্বাস্থ্যের কথা ভেবেই খেলার মাঠে পা রেখেছিলেন তিনি। পরে অলিম্পিক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সেখানেই যে সব স্বপ্ন শেষ হয়ে যায় না, বরং আরও অনেকটা পথচলা বাকি থাকে, গ্রামের ছেলে নীরজের তা জানা ছিল না। এখন একের পর এক সেইসব প্রতিযোগিতা এসে পড়ছে। নতুন করে নিজেকে প্রমাণ করার জায়গা খুঁজছেন নীরজ।

লরিয়াস স্পোর্টসের পক্ষ থেকে চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যেই। শেষ পর্যন্ত নীরজ এই সম্মান পাবেন কিনা, তাও সেদিনই জানা যাবে। তবে এই প্রাথমিক তালিকাতে জায়গা পাওয়াও খুব সহজ বিষয় নয়। আর প্রতিযোগিতাটাও অনেকটাই কঠিন।

Powered by Froala Editor

Latest News See More