জন্মস্থান থেকে সরে যাচ্ছে নজরুল সংগ্রহশালা, এমনটাই কি কাম্য ছিল?

গতকালই চলে গেল নজরুল ইসলামের জন্মদিন। দুই বাংলারই বিদ্রোহী কবি তিনি। লেখার মধ্যে দিয়েই পৌঁছে দিতে চেয়েছিলেন আগুন, প্রেম, বিরহের রেশটুকু। ঢাকা, কলকাতা-সহ নানা জায়গায় তাঁর জন্মদিন উদযাপন হয় নানাভাবে। উপরন্তু এইবছর একইদিনে পড়েছিল খুশির ঈদ। সেখানে কেমন অবস্থায় আছে নজরুলের নিজের জন্মস্থান চুরুলিয়া? দুর্ভাগ্যজনক হলেও, সেখান থেকেই ক্রমশ সরে যাচ্ছেন কবি।

সাম্প্রতিক খবর অনুযায়ী, চুরুলিয়ার নজরুল সংগ্রহশালা তার ভিটে হারাচ্ছে। চলে যাচ্ছে আসানসোলে। গত বছর চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। তার জেরেই এই স্থান পরিবর্তন। এর ফলে চুরুলিয়ার গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন নজরুলপ্রেমীরা। এমনিতেই নজরুলের জন্মভিটে ও সংগ্রহশালা দেখার জন্যই বহু মানুষ এখানে আসতেন। সেটাই ছিল মূল আকর্ষণ। কিন্তু এখন সেটা অনেকটাই কমে যাবে। 

আচ্ছা, এই একই জিনিস যদি অন্য জায়গায় হত? ধরুন জোড়াসাঁকো বা শান্তিনিকেতন থেকে সরে অন্যত্র চলে গেল রবীন্দ্র ভবন ও সংগ্রহশালা? অনেকেই প্রতিবাদে পথে নামতেন। ওই দুই জায়গা থেকে রবীন্দ্র স্মৃতি কখনই সরাতে দিত না বাঙালি। তাহলে আজ? নজরুলের জন্মভিটে সংরক্ষণের দাবি বহুদিনের। তাকে আরও আধুনিক, আরও সুন্দর করে তোলা হোক এটাই বলে আসছেন অনেকে। কিন্তু সে সব আর হয়নি। তার ওপর নজরুল সংগ্রহশালাটিই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলার সাহিত্য-সংস্কৃতির জগতের অন্যতম পুরোধা এই মানুষটি কি এভাবেই অবহেলার স্বীকার হবেন? চুরুলিয়া কি এভাবেই তার গুরুত্ব হারাবে? উত্তর খোঁজার চেষ্টা চলছে। আর চুরুলিয়ার ইতিহাস ক্রমশ চলে যাচ্ছে অন্ধকারের দিকে…

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More