তিনটি নক্ষত্রের চারিদিকে ঘোরে একটি গ্রহ, অবাক করা আবিষ্কার নাসার বিজ্ঞানীদের

দিনের আকাশের দিকে তাকালে যে সূর্যকে দেখা যায়, আমরা জানি তারই চারিদিকে ঘুরে চলেছে পৃথিবী। শুধুই পৃথিবী নয়, আরও সাতটি গ্রহ। আমরা মনে করি, এটাই তো স্বাভাবিক। কিন্তু হঠাৎ যদি বলা হয় এমন কোনো গ্রহের কথা, যা ঘুরে চলেছে তিনটি নক্ষত্রের চারিদিকে! এমন আবার হয় নাকি? তবে নাসার সাম্প্রতিক গবেষণা সন্ধান দিচ্ছে এমনই এক গ্রহের। পৃথিবী থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে আছে সেই গ্রহ। বিজ্ঞানীরা তার নাম রেখেছে কেওআই-৫এবি।

অবশ্য গবেষণাদলের প্রধান ডেভিড সায়ার্দি বলছেন, এমন গ্রহের অস্তিত্বে অবাক হওয়ার কিছু নেই। বরং একটি নক্ষত্রের চারিদিকে একাধিক গ্রহ ঘুরে বেড়াচ্ছে, এটাই অবাক করার বিষয়। মহাকাশে নাকি অধিকাংশ নক্ষত্রজগতেই অন্তত দুটি নক্ষত্র দেখা যায়। তবে তাদের নিয়ে গবেষণা খুব বেশি এগোয় না। এমনিতেই এ-ধরণের গ্রহ নিয়ে গবেষণা করা বেশ কঠিন। দুটি নক্ষত্রের আলাদা আলাদা আলোর মধ্যে সহজে পর্যবেক্ষণ চালানো যায় না। তাছাড়া মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে পৃথিবীর মতো গ্রহের দিকেই। আর তাই এখনও পর্যন্ত যত গ্রহ আবিষ্কার হয়েছে, তার মাত্র ১০ শতাংশ গ্রহ একাধিক নক্ষত্রের চারিদিকে ঘোরে। অবশ্য সেখানেও নক্ষত্রের সংখ্যা দুটি। তিনটি নক্ষত্রের চারিদিকে ঘোরে, এমন গ্রহের অবস্থান সম্পর্কে আগে নিশ্চিত হওয়া যায়নি।

স্পেস মিশন কেপলার অবশ্য বহু বছর আগেই সন্ধান দিয়েছিল এই গ্রহের। সিগনাস নক্ষত্রপুঞ্জেই রয়েছে এমন একটি নক্ষত্র। তবে তখন বিজ্ঞানীরা তথ্যটা এড়িয়েই গিয়েছিলেন। নতুন আবিষ্কার হিসাবে স্বীকৃতি পেতে গেলে তার অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হওয়া প্রয়োজন। হতেও তো পারে, একাধিক নক্ষত্রের মিলিত আলোয় কোনো ভুল তথ্য পৌঁছেছে কেপলারের কাছে। অথবা মহাজাগতিক বস্তুটি আসলে একটি নক্ষত্র। শুধু তার উজ্জ্বলতা বাকিদের চেয়ে অনেক কম। তবে শেষ পর্যন্ত ডেভিড সায়ার্দির গবেষণায় উঠে এল প্রকৃত তথ্য। একাধিক স্পেস টেলিস্কোপের তথ্য মিলিয়ে সন্দেহের আর অবকাশ নেই। আর সবচেয়ে অবাক করে এই গ্রহটির কক্ষপথ। ঠিক যেন একটা ইংরেজি ৮ অক্ষরের মতো। মহাকাশে হয়তো এমন অসংখ্য গ্রহ রয়েছে। কেওআই-৫এবি সম্পর্কে গবেষণা করতে করতে তাদেরও রহস্য বেরিয়ে আসতে পারে।

Powered by Froala Editor

More From Author See More