পৃথিবী সবুজ হচ্ছে, সৌজন্যে ভারত ও চিন – জানাল নাসা

আমাজন, কঙ্গোর পর তালিকায় নতুন সংযোজন অস্ট্রেলিয়া। গত কয়েক বছরে বিশ্বের নানা জায়গায় বন-জঙ্গল ধ্বংস ও অগ্নিকাণ্ডের নজির দেখেছে মানুষ। বেড়ে চলেছে শহর, যার জন্য কাটা পড়ছে একের পর এক গাছ। শঙ্কিত সবাই। কিন্তু এই শঙ্কার মধ্যেই নাসার একটি ছবি আমাদের একটু হলেও আশা জাগাচ্ছে। সেই ছবি বলছে, গত ২০ বছরে পৃথিবী নাকি আরও সবুজ হয়েছে। আর তাতে বিশেষ অবদান রেখেছে ভারত এবং চিন!

বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দুই দেশের এই বিশেষ অবদানের কথাই স্বীকার করে নিচ্ছে নাসা। ‘নেচার সাসটেইনিবিলিটি’ জার্নালে প্রকাশিত হয়েছে এই স্যাটেলাইট ইমেজটি। দেখা যাচ্ছে, ১৯৯০-এর তুলনায় এখন পৃথিবী অনেকটাই সবুজ। আর সেই সবুজের পরিমাণ বেশি বেড়েছে ভারত আর চিনে।

বিগত বেশ কিছু বছর ধরে উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণের দিকেও নজর দিয়েছে এই দুটি দেশ। কিছু বিতর্ক উঠলেও, আখেরে ফলাফল যে আশাদায়কই, সেটা বোঝাই যাচ্ছে। ভারতে অনেক জায়গায় গিয়ে বোঝানো হচ্ছে গাছ লাগানোর গুরুত্ব। নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে দুই দেশেই। এমনকি, মাত্র একদিনে ৫ কোটি গাছ লাগানোরও রেকর্ড রয়েছে ভারতের। পৃথিবীর অন্যান্য জায়গাতেও যদি এটা করা সম্ভব হয়, তাহলে সবার পক্ষেই অত্যন্ত মঙ্গলজনক, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।