একদিকে ভারতে যখন প্রবল বর্ষায় জলমগ্ন একাধিক রাজ্য, তখন ক্যালিফোর্নিয়ায় উষ্ণ ও শুষ্ক পরিবেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। সমুদ্র উপকূল থেকে ক্যানিয়ন অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দাবানলের কবলে বিপর্যস্ত। আর সম্প্রতি নাসা স্পেস স্যাটেলাইট থেকেও সেই ভয়ঙ্কর দাবানলের ছবি ধরা পড়েছে। নাসা কর্তৃপক্ষ সম্প্রতি সেই ছবি প্রকাশ করে জানিয়েছেন, অন্তত ৩ লক্ষ একর বনভূমি আগুনের কবলে পড়েছে।
ক্যালিফোর্নিয়া আগ্নিনির্বাপক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ৫৭৮ জন দমকল কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত। আর এর মধ্যে বন্যপ্রাণীদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের মূল কেন্দ্র খুব বড়ো নয়। বড়োজোর ১৪ হাজার একর আয়তন তার। কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে অন্তত ১ লক্ষ একর এলাকায়। আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে ৩ লক্ষ একরের বেশি এলাকায়।
২০২০ সালে এই নিয়ে ক্যালিফোর্নিয়ায় ৫ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে এত বড়ো অগ্নিকাণ্ড আগে ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর হলেও সপ্তাহ খানেকের মধ্যে আগুন নিভবে বলে মনে করা হচ্ছে না। এভাবে চলতে থাকলে ২০১৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে ২০২০ সালের অগ্নিকাণ্ড।
এর আগে ভারতে দেওয়ালি বা ক্যালিফোর্নিয়াতে আলোর উৎসবের ছবি তুলেছে নাসার স্যাটেলাইট। সেসব ছবি দেখে আমরা মুগ্ধ হয়েছি। কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ছবি আমাদের অবাক করে। সেইসঙ্গে প্রশ্ন ওঠে, এই বাড়তে থাকা বিপর্যয়ের শেষ কোথায়? নাকি ক্রমাগত বাড়তে থাকা উষ্ণায়ন শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বকে নিশ্চিহ্ন করেই শান্ত হবে?
আরও পড়ুন
সাহারা থেকে আমেরিকায় ধেয়ে আসছে ধুলোর ঝড়, নাসার ক্যামেরায় ধরা পড়ল ছবি
Powered by Froala Editor
আরও পড়ুন
বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির তুঘলকাবাদ বস্তিতে, ছাই হয়ে গেল সহস্রাধিক ঘর