বনবন করে ঘুরছে পৃথিবীর একটি অ্যানিমেটেড মানচিত্র। তবে আমাদের চেনা পৃথিবীর গোল ছবির সঙ্গে এই ছবি খুব একটা মেলে না। কারণ এতে প্রতিটা পাহাড়-পর্বতের উচ্চতার ভাঁজ নিখুঁতভাবে ধরা রয়েছে। আর তার উপরেই রয়েছে লাল-নীল রঙের খেলা। হঠাৎ দেখে মনে হতে পারে এটা বুঝি একটি টোপোগ্রাফিক মানচিত্র। তবে আসলে ঠিক তা নয়। বরং পৃথিবীর কোথায় অভিকর্ষ শক্তির মাত্রা (Coefficient of Gravity Levels) কতটা, তাই ধরতে চেয়েছেন নাসার (NASA) বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার ওয়েবসাইটে দেখা গিয়েছে সেই মানচিত্রই।
পৃথিবী যে অভিকর্ষ বলের সাহায্যে আশেপাশের সমস্তকিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তা সর্বত্র সমান নয়। নানা কারণে এই মাত্রা পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেটা হিসাব করা খুবই সহজ। কিন্তু অভিকর্ষের মাত্রা পরিবর্তন হওয়ার সবচেয়ে বড়ো কারণ এক এক অঞ্চলে পৃথিবীর ভরের বণ্টন আলাদা। আবার এই বণ্টনের পরিমাণও প্রতি মুহূর্তে বদলে বদলে যাচ্ছে। আর এই কারণেই সরাসরি পরীক্ষা করে দেখা ছাড়া এতদিন কোনো উপায় ছিল না। এবার নাসার তৈরি মানচিত্র সেই সমস্যারই সমাধান করতে চলেছে।
২০০৩ সালে পৃথিবীর গঠন সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের জন্য তৈরি হয় গ্র্যাভিটি রিকভারি অ্যান্ড ক্লাইমেট এক্সপিরিমেন্ট বা গ্রেস মিশন। এই মিশনের অন্যতম লক্ষ্য ছিল বিভিন্ন অঞ্চলে ভরের বণ্টনের রূপরেখা নির্ণয় করা। ২০১৩ সালের মধ্যেই সেই কাজ মোটামুটি সম্পূর্ণ হয়। আর তারপরেই শুরু হয় সেই তথ্যের ওপর নির্ভর করে অভিকর্ষের মাত্রা গণনার কাজ। ২০১৩ সালে একটি প্রাথমিক মানচিত্র প্রকাশ করে নাসা। ২০১৭ সালে সেই মানচিত্র পরিমার্জনা করে নতুন মানচিত্র তৈরি করা হয়। তবে তাতেও কিছু অসম্পূর্ণতা থেকে যায়। সেইসমস্ত বিষয় মাথায় রেখেই গত আগস্টে নতুন করে মানচিত্র তৈরি করা হয়। সম্প্রতি নাসার ওয়েবসাইটে সেই মানচিত্রটিই দেখা গিয়েছে।
পৃথিবীর গড় অভিকর্ষ শক্তিকে এই মানচিত্রে সাদা রঙে দেখানো হয়েছে। আর যেখানে অভিকর্ষের মাত্রা বেড়েছে, সেখানে রং ক্রমশ লালের দিকে এগিয়েছে। অন্যদিকে অভিকর্ষ কমার সঙ্গে সঙ্গে রং হয়েছে নীল। অবাক করা বিষয়, দেখা গিয়েছে আন্দিজ পর্বতের মতো সুউচ্চ অঞ্চলে অভিকর্ষের শক্তি পৃথিবীর গড় অভিকর্ষের চেয়ে বেশি। এমনকি হিমালয়ের উত্তরেও দেখা গিয়েছে একইরকম বৈপরীত্য। তবে এইসমস্ত তথ্যই মোটামুটি জানা ছিল বিজ্ঞানীদের। শুধু সমস্ত তথ্য একসঙ্গে এমন একটা মানচিত্র তৈরির কাজটা সহজ ছিল না।
আরও পড়ুন
পদার্থবিজ্ঞানের পরীক্ষামূলক সমাধান খুঁজতে হেলিকপ্টার ভাড়া করলেন ব্যক্তি!
Powered by Froala Editor
আরও পড়ুন
মহাকর্ষ বল কাজে লাগিয়ে স্থাপত্য, পাথর ব্যালেন্সিং-এর নেশায় মজে মার্কিন শিল্পী