পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে জলও

পৃথিবীর মতো আরও একটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেল। সম্প্রতি হনলুলুতে আয়োজিত আমেরিকান অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির সমাবেশে এই ঘোষণা করল নাসা। শুধু পৃথিবীর মতো দেখতেই নয়, সেখানে জলও পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে থাকা এই নতুন গ্রহটির সন্ধান দিয়েছে নাসার স্পেশাল স্যাটেলাইট ‘টিইএসএস’। এই স্যাটেলাইটটি পৃথিবীর কাছাকাছি থাকা একই আকৃতির গ্রহ খোঁজার কাজে ব্যবহৃত হয়। নতুন এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৭০০ ডি’। এর সঙ্গে আরও দুটি গ্রহ খুঁজেছে স্যাটেলাইট, কিন্তু একেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমাদের সৌরজগতে পৃথিবী ঠিক যে জায়গায় অবস্থান করছে, ‘টিওআই ৭০০ ডি’-ও নিজের সিস্টেমে প্রায় একইরকম জায়গাতেই অবস্থান করছে। কাজেই, জল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। এই নতুন গ্রহ সম্পর্কে পরবর্তীতে আরও গবেষণা করার পরিকল্পনা করছে নাসা।