প্লাস্টিকের পুনর্ব্যবহার মহাকাশ-গবেষণায়, দূষণ কমাতে বেনজির উদ্যোগ নাসার

পরিবেশের পক্ষে এই মুহূর্তে অন্যতম বিপজ্জনক বস্তু হল প্লাস্টিক। এই কথাটা এর আগেও বহু জায়গায়, বহু রিপোর্টে পড়েছেন আপনি। কিন্তু কার্যক্ষেত্রে কতটা প্লাস্টিক মুক্ত হতে পেরেছেন? পৃথিবীর নানা দেশে প্লাস্টিক হটাও আন্দোলন ধীরে ধীরে প্রকট হচ্ছে। এবার তাতে সামিল হলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এর মহাকাশচারী এবং বিজ্ঞানীরা। তাঁরা ফেলে দেওয়া প্লাস্টিকই ব্যবহার করছেন তাঁদের বিভিন্ন কাজে।

নাসার তরফ থেকে সম্প্রতি একটি নতুন যন্ত্র তৈরি করা হয়েছে। রিসাইক্লার নামের এই যন্ত্রটির আসল কাজটি ঠিক কী? যন্ত্রটি মূলত প্লাস্টিককে গলিয়ে সেখান থেকে কালি তৈরি করে। এই যন্ত্রটিই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়েছে। সমস্ত প্লাস্টিক জঞ্জালকে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। গলন্ত প্লাস্টিক থেকে তৈরি হওয়া এই বিশেষ কালি থ্রিডি প্রিন্টারে ব্যবহার করা যাবে। অর্থাৎ, প্লাস্টিক ছড়িয়েও পড়ছে না, আবার কাজেও লাগছে নতুন ভাবে।