পৃথিবীর স্থানে স্থানে সমুদ্রের নীচে আছে প্রবাল উপকূল। এর অসাধারণ সৌন্দর্যের টানে বহু পর্যটক ছুটে যান। আবার বিরল বাস্তুতন্ত্রের জন্য বিজ্ঞানীদের কাছেও যথেষ্ট আকর্ষণের জায়গা এই উপকূলগুলি। তবে সারা পৃথিবীর প্রবল উপকুলগুলির একটি মানচিত্র তৈরি করা খুব সহজ কাজ নয়। অতীতেও এমন অনেক প্রকল্প অসম্পূর্ণ থেকে গিয়েছে। তবে এই জটিল কাজের দায়িত্ব এবার নিয়েছে নাসা। আর নাসাকে এই কাজে সাহায্য করতে পারেন আপনিও।
অবশ্য এর জন্য আপনাকে বিজ্ঞানী বা বিজ্ঞানের ছাত্র হতে হবে না। যা করতে হবে, সেকথা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। নাসাকে এই প্রকল্পে সহযোগিতার জন্য আপনাকে খেলতে হবে একটি ভিডিও গেম। হ্যাঁ, গবেষণা সংস্থাটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এমনই একটি অ্যাডভেঞ্চার গেম, যেটা খেলতে খেলতেই আপনি এগিয়ে নিয়ে যাবেন একটি জটিল গবেষণাকে।
প্রবাল উপকূলগুলি চিহ্নিত করার জন্য সমুদ্রের তলদেশের একটি বিস্তৃত ম্যাপ তৈরি করেছে নাসা। অসংখ্য ড্রোন ক্যামেরার সাহায্যে এই ম্যাপ প্রস্তুত করা হয়েছে। তবে এই ম্যাপের মধ্যে প্রবাল সমৃদ্ধ অঞ্চলগুলি চিহ্নিত করার কাজ এখনও বাকি থেকে গিয়েছে। এই কাজেই সাধারণ মানুষের সাহায্য প্রত্যাশা করছে সংস্থা। এর জন্য আপনাকে গেমটি খেলতে খেলতে সমুদ্রের তলদেশে একটি ভার্চুয়াল ট্যুরে যেতে হবে। আর সেখান থেকেই চিহ্নিত করতে হবে প্রবাল উপকূল। এই কাজের গবেষণামূল্য যেমন আছে, তেমনই আছে সমুদ্রের নীচে স্কুবা ডাইভিং-এর রোমাঞ্চও। ফলে সব মিলিয়ে কাজটা যে খুব বোরিং হবে না, সে বিষয়ে আশ্বাস দিচ্ছে নাসা।
নেমো-নেট নামের এই গেমটি আপাতত শুধু অ্যাপেল ইউজারদের জন্যই পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই অন্যান্য অপারেটিং সিস্টেমের উপযোগী করে প্রকাশিত হতে চলেছে এই গেম। শুধুমাত্র আপনার স্মার্ট ডিভাইসে এআর সেন্সিংএর ব্যবস্থা থাকলেই আপনি এই ঐতিহাসিক প্রকল্পের শরিক হয়ে উঠতে পারেন। আপনার রেসপন্স গেমের সার্ভার থেকে সরাসরি চলে যাবে নাসার সুপার কম্পিউটারে। আর সেই তথ্য থেকেই তৈরি হবে ম্যাপ। আর সেইসঙ্গে অ্যাডভেঞ্চার গেমের স্বাভাবিক রোমাঞ্চ তো রয়েছেই।