২০০ দিন ছিলেন মহাকাশেই, করোনা-আক্রান্ত পৃথিবীতে ফিরলেন তিন মহাকাশচারী

কোয়ারান্টাইন, লকডাউন— এই অবস্থায় থাকতে থাকতে আমরা অনেকেই হাঁপিয়ে উঠছেন। এবার যদি বলা হয়, ২০০ দিন আপনাকে এভাবেই থাকতে হবে? তাও মহাকাশে, যেমনটি করেছেন নাসার তিনজন মহাকাশচারী? এবার কী করবেন সেটা আপনাদের ব্যাপার, তার আগে একটু কাহিনিটা জেনে নেওয়া যাক।

গোটা পৃথিবীতে যখন করোনার প্রাণান্তকর পরিস্থিতি চলছে, তখনই কাজাখিস্তানের আকাশে দেখা গেল একটি বিশেষ দৃশ্য। সাদা আর কমলা প্যারাসুট করে কিছু একটা নামছে। কিন্তু বিমান চলাচল তো এখন বন্ধ। আর এরকম একটা জায়গায় এমন অসময় প্যারাসুট! বাকিদের কাছে অবাক লাগলেও, নাসার বিজ্ঞানীদের কাছে এটা প্রত্যাশিতই ছিল। কারণ, ওই প্যারাসুটের নিচে যে স্পেস ক্যাপসুলটি রয়েছে, তাঁর ভেতরেই আছেন তিনজন মহাকাশচারী। জেসিকা মেয়ার, অ্যান্দ্রু মরগ্যান এবং ওলেগ স্ক্রিপোচকা। স্পেস স্টেশনেই তাঁরা গবেষণা ও অন্যান্য কাজের জন্য গিয়েছিলেন। ২০০ দিনের বেশি সময় তাঁরা মহাকাশে ছিলেন।

ইতিমধ্যে, পৃথিবীতে যে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে, সেই খবরও ওখানে পৌঁছয়। তারপর যখন ফিরে আসেন, তখন সমস্ত ছবিটাই কীরকম যেন বদলে গিয়েছিল। সুয়েজ এমএস-১৫ স্পেস ক্যাপসুলে চেপে নেমে আসতে আসতে ঠিক এটাই মনে হয়েছিল তিন মহাকাশচারীর। যখন ছেড়ে গিয়েছিলেন, তখন এক রূপ; ফিরে আসার পর ভয়াবহ পরিস্থিতি। মাটিতে নামার সঙ্গে সঙ্গেই অপেক্ষায় থাকা সমস্ত মেডিক্যাল টিম পৌঁছে যায় তাঁদের কাছে। স্যানিটাইজার-সহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা সবই নেওয়া হয়। যাতে কোনোভাবে করোনা এদের দেহে না প্রবেশ করতে পারে, তার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়। আপাতত, ঘরে ফেরার পালা।