হিমালয়ের দুর্গমতম শৃঙ্গ জয় করে ইতিহাস বাঙালি পর্বতারোহীদের

৩০ বার অভিযান করে মাত্র ১৩ বার সফল হয়েছে অভিযান। এতটাই দুর্গম নন্দাদেবী ইস্ট! বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর পর্বরোহণকালে সব থেকে কঠিন শৃঙ্গ কোনটি, অভিজ্ঞ এই শেরপা উত্তর দিয়েছিলেন নন্দাদেবী ইস্ট। এবার সেই শৃঙ্গই জয় করে নতুন নজির গড়ল সাউথ ক্যালকাটা ট্রেকার্স অ্যাসোসিয়েশন।

গত ১৬ আগস্ট কলকাতা থেকে রওনা হয় এই অভিযাত্রী দল। চার সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন রাজশেখর মাইতি। প্রদীপ বর, উপল চক্রবর্তী ও আশিষ গুপ্তের এই দলে ছিলেন পাঁচ শেরপাও যাদের নেতৃত্বে ছিলেন ফুর্বা শেরপা। গত ২৬ আগস্ট এই দল বেস ক্যাম্পে পৌঁছায়। এরপর অ্যাডভান্স বেসক্যাম্প ৪৯১০ মিটার), ক্যাম্প ১ (৫৯১০ মিটার), ২ (৬০০০ মিটার), ক্যাম্প ৩ (৬৩০০ মিটার), ক্যাম্প ৪ (৬৫১৪ মিটার) এবং ক্যাম্প ৫ (৬৮৮০ মিটার) স্থাপন করতে করতে রবিবার সকাল ১১টা নাগাদ ৭৪৩৪ মিটার উচ্চতার নন্দাদেবী ইস্ট জয় করেন সংগঠনের সদস্যরা। সৃষ্টি করেন ইতিহাস।

ওদিনই তাঁরা প্রত্যেকেই ৫ নম্বর ক্যাম্পে ফিরে আসেন। এখন অপেক্ষা নিরাপদে সমতলে ফিরে আসার। 

More From Author See More