শুরু করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, একশো বছরেও পুজোর অবলম্বন তিনিই

বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে গায়ে জ্বর আসত অনেকেরই। অনেকেই আবার ভালোবেসে খুঁটিয়ে পড়ত সেসব ইতিবৃত্ত। আর সেই ইতিহাস পড়তে গিয়ে, হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে পরিচিত হননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন।

বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব অপরিসীম। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদসংকলন তথা সাহিত্য নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। সেই প্রথম প্রকাশ্যে আসে এই নিদর্শন।

এত ভণিতার একমাত্র কারণ হরপ্রসাদ শাস্ত্রী স্বয়ং। তাঁর গবেষণামূলক বিভিন্ন লেখা থেকেই থিম সাজিয়েছেন এবারের পুজো উদ্যোক্তারা। শুনে চমক লাগলেও এটাই সত্যি। আর, নৈহাটির এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন হরপ্রসাদ স্বয়ং।

হরপ্রসাদের 'দুর্গোৎসবে নবপত্রিকা' প্রবন্ধটি অবলম্বন করে নবপত্রিকায় ব্যবহৃত নয়টি গাছ দিয়ে এবারে দুর্গামূর্তি বানানো হয়েছে। এছাড়াও হরপ্রসাদ শাস্ত্রীর বিভিন্ন গ্রন্থে লেখা পাল রাজাদের সময় বৌদ্ধধর্মের প্রসারকেও মণ্ডপে নানা আঙ্গিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপে ঢুকলে দেখা যায় বৌদ্ধ স্থাপত্যের নানা নিদর্শনও।

বেঁচে থাকাকালীন তিনিই ছিলেন নৈহাটির এই পুজোর দায়িত্বে। বৈষ্ণব মতে এ-পুজো শুরু করেছিলেন তিনি। এ-বছর সেই পুজো শতবর্ষে পা দেওয়ায় হরপ্রসাদের স্মৃতিকে তুলে ধরতে চেয়েছেন সেখানকার পুজো উদ্যোক্তারা।

বরাকর সিদ্ধেশর মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপের গোটাটাই গড়ে তোলা হয়েছে হরপ্রসাদের বিভিন্ন বই থেকে তথ্য জোগাড় করে। তাই মন্ডপটি দেখতে এলে মনে হবে যেন কোনো এক বৌদ্ধ মন্দিরে চলে এসেছেন। শুধু আলোকসজ্জা বা মণ্ডপ নয়, দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর গবেষণা নিয়ে একটি বিশেষ চিত্র প্রদর্শনী।

সব মিলিয়ে জমজমাট এই পুজো এবার কেবল প্রতিমা দর্শন নয়, ইতিহাস নির্ভর এই মণ্ডপে আসলে আপনারও স্মৃতিতে ভেসে উঠতে পারে ছোটবেলায় পড়া বাংলা সাহিত্যের ইতিহাসের পাতাগুলি। আর এভাবেই, বইয়ের বাইরেও একশো বছর পরেও আমাদের মধ্যে এভাবেই বেঁচে আছেন হরপ্রসাদ শাস্ত্রী।

Latest News See More