ফেরার পথ নেই, কাছে গেলে মৃত্যু অবধারিত! ভারতেই রয়েছে ‘বারমুডা ট্রায়াঙ্গেল’

বিশালায়তন হ্রদকে ঘিরে রেখেছে সবুজ পাহাড়ের সারি। থমথমে নীরবতা চারিদিকে। পাশেই সবুজ সাইনবোর্ডে বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে ‘লেক অফ নো রিটার্ন’ (Lake Of No Return)। হ্যাঁ, এই হ্রদের কাছে গেলে, ফেরার পথ নেই কোনো। পরিণতি মৃত্যু! মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পাংসাউ গ্রামের নিকটবর্তী এই হ্রদের সঙ্গে মিশে রয়েছে এমনই মিথ। যা মনে করিয়ে দেয় মহিনের ঘোড়াগুলির সেই অমোঘ লাইন। ‘ফিরব বললে ফেরা যায় নাকি…’। 

পিছিয়ে যাওয়া যাক একটু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। ব্রিটেনের স্পিটফায়ারের পাশাপাশি ভারত, মায়ানমারের আকাশে তখন হামেশাই দেখা যেত জাপানি আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। জাপানি বিমানের হামলা থেকে বাঁচতে সে-সময় এই হ্রদের কাছেই জরুরি অবতরণ করেছিল এমনই একটি মার্কিন ফাইটার জেট। তারপর মুহূর্তের মধ্যেই তা নাকি অদৃশ্য হয়ে যায় লেকের ওপর। এমনকি খুঁজে পাওয়া যায়নি সেই বিমানের ধ্বংসাবশেষও। স্থানীয় সেনাদের প্রত্যক্ষ করা সেই ঘটনাই গল্প হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা লোকালয়ে। 

শুধু মার্কিনদের নয়, এই সাক্ষাৎ মৃত্যু উপত্যকা ‘গিলে’ খেয়েছিল জাপানিদেরও। কথিত আছে ভারত সীমান্ত থেকে ফেরার সময় পথ হারিয়ে এই হ্রদের কাছে হাজির হয়েছিলেন একদল জাপানের সেনা। হ্রদের জল স্পর্শ করার পর আর ফেরা হয়নি তাঁদেরও। ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে এই হ্রদের ধারেই প্রাণ হারাতে হয়েছিল সকলকে।

তবে এই রাক্ষুসে হ্রদের সম্পর্কে আরও প্রাচীন লোককথা প্রচলিত রয়েছে পাংসাউ-এ। টাঙ্গাস উপজাতির পৌরাণিক কাহিনি অনুযায়ী, বহু বছর আগে এই হ্রদ থেকে গ্রামবাসীরা বিশালায়তন একটি মাছ শিকার করেন। রীতিমতো তা দিয়ে মহাভোজ চলেছিল গ্রামজুড়ে। এই বনভোজনে অংশ নেননি কেবলমাত্র এক বৃদ্ধা ও তাঁর নাতনি। হ্রদের অধিষ্ঠাত্রী দেবী তাঁদের স্বপ্নাদেশ দেন গ্রাম ছেড়ে চলে যেতে। আর তারপরেই তাঁর রোষে সমগ্র গ্রামটিই নাকি তলিয়ে যায় এই হ্রদের তলায়। গোটা অঞ্চলটাই হয়ে ওঠে অভিশপ্ত। 

আরও পড়ুন
সিমলিপালের ‘কালো বাঘ’-এর রহস্যভেদ

আজও স্থানীয় পাংসাই গ্রামের মানুষেরা সচরাচর এই হ্রদের ধারে ঘেঁষেন না। তাবলে, একেবারেই যে জনহীন এই হ্রদ, তা নয়। পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ইতিউতি। যাতায়াত লেগে থাকে অনুসন্ধিৎসুদেরও। কিন্তু পৌরাণিক গল্প পাশে সরিয়ে রাখলে আদৌ বিশ্বযুদ্ধের কাহিনিগুলি কতটা সত্যি, তা নিয়ে থেকেই যায় সন্দেহ। রহস্যও বৈকি। সব মিলিয়ে এই হ্রদ যেন ভারতের বুকে অবস্থিত একখণ্ড বারমুডা ট্রায়াঙ্গেল…

আরও পড়ুন
বিষাদময় রহস্যের এক ঘুমপাড়ানি গান

Powered by Froala Editor

আরও পড়ুন
৯/১১-তেই অকুস্থল থেকে রহস্যময় অন্তর্ধান ভারতীয় তরুণীর, তারপর?