ইংল্যান্ডের আকাশে অদ্ভুত আলোর গোলক, বর্ণনা শুনে ধন্দে বিজ্ঞানীরা

বিকেলের আকাশে হঠাৎ দেখা গেল একটি লাল রঙের আগুনের গোলক। প্রথমটায় দেখে ধূমকেতু মনে হওয়ারই কথা। অথচ আকাশে ধূমকেতু থাকে বড়জোর মিনিট দুই তিন। কিন্তু তার পরেও অদৃশ্য হয়ে গেল না এই আগুনের গোলকটি। বরং দেখা গেল, একটু একটু করে ভেসে চলেছে আকাশের বুকে। আর তার পিছন থেকে দেখা যাচ্ছে একটি ধোঁয়ার রেখা। প্রায় ২০ মিনিট পর দিগন্তের কাছে অদৃশ্য হয়ে যায় বস্তুটি। ইংল্যান্ডের আকাশে এমন অদ্ভুত দৃশ্য দেখে অবাক প্রত্যেকেই।

শনিবার বিকালে এই দৃশ্য প্রথম দেখেন গ্যারি আন্ডারউড নামের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে জানান স্থানীয় সংবাদ মাধ্যমকে। সামাজিক মাধ্যমেও জানান তাঁর অভিজ্ঞতা। পরে দেখা যায়, অনেকেই দেখেছেন এই দৃশ্য। তবে তাঁরা তেমন লক্ষ্য করেননি পুরো বিষয়টা। তবে এই বস্তুটির ব্যাখ্যা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সাধারণ মানুষের মনেও ভেসে বেড়াচ্ছে নানা প্রশ্ন। তার সঙ্গে মিলেমিশে যাচ্ছে কল্পনা। করোনা বিধ্বস্ত পৃথিবীতে কি আক্রমণ করতে চলেছে ভিনগ্রহের প্রাণীরা? বস্তুটি কি আসলে একটি ইউএফও? এমন কল্পনাই জোরদার হচ্ছে মানুষের মনে। অনেকে আবার ভাবছেন সুপারম্যানের মতো কেউ উড়ে যাচ্ছিল আকাশের বুকে। কিছু বৈজ্ঞানিক অবশ্য নানারকম তত্ত্বের অবতারণা করেছেন। তবে তাতেও ব্যাখ্যা মেলেনি ঠিকভাবে। আকাশের বুকে এই অদ্ভুত বস্তুটি যে আসলে কী, তার সঠিক বৈজ্ঞানিক উত্তর এখনও অধরাই থেকে গিয়েছে।