ভারতবর্ষ সম্প্রীতির দেশ। নানা ধর্মের মানুষ এ দেশে বসবাস করে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের প্রতি বারবার আঘাত নেমে এসেছে এ দেশে। চলেছে পাল্টা প্রতিবাদ, ধর্মকে হাতিয়ার করে খুন-মানুষ মারা যাবার ঘটনা এ দেশে নেহাত কম নয়। তবে এর মাঝেও কিছু কিছু ঘটনা আজও আমাদের চমকিত করে।
কথায় বলা হয়, ধর্মের রং যাই হোক না কেনো, উৎসব সবার। আর বাংলায় বারো মাসে তেরো পার্বণ। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। হাতে হাত রেখে এই পুজোয় সম্প্রীতির বার্তা বহন করেন বহু সামাজিক কর্মী ও সাধারণ মানুষ।
সম্প্রতি ধর্মকে ভুলে মানুষের পাশে দাঁড়ালেন সোনাই যুব সমাজের মুসলিম যুব সম্প্রদায়। দশমীর দিন তাদের এলাকা থেকে বিজয়ার মিছিল বেরিয়েছিল। তাতে যোগদান করেন বহু মানুষ। বাদ যাননি অন্য ধর্মের মানুষও। এলাকার মুসলিম যুব সম্প্রদায় গোটা রাস্তায় ভাসানে আগত সমস্ত মানুষকে জলের বোতল বিতরণ করেন৷ এরকম ঘটনা খুব বেশি দেখা যায় না। ক্লান্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেন তাঁরা। অনেকেই মনে করছেন, ভেদাভেদ ভুলে এভাবে উৎসবে সামিল হওয়ার ঘটনা সাম্প্রতিককালে নজিরবিহীন।