প্রাণ কাড়ল করোনা, চলে গেলেন সুরকার সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খান

কোনোদিক থেকেই ভালো যাচ্ছে না ২০২০। এ-বছর অভিনয় থেকে সঙ্গীতজগত, একের পর এক তারকাকে হারিয়েছে বলিউড। আবারো নক্ষত্রপতন হল হিন্দি সিনেমাজগতে। প্রয়াত হলেন সাজিদ-ওয়াজিদ জুটির জনপ্রিয় সুরকার ওয়াজিদ খান। রবিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

বিগত কয়েক বছর ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ খান। তবে গতকাল শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের একটি হাসপাতালে। রাখা হয়েছিল ভেন্টিলেটরে। রবিবার রাতেই শেষ হল লড়াই। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েই চলে গেলেন ওয়াজিদ। 

১৯৯৮ সালে প্রথম আত্মপ্রকাশেই শ্রোতাদের মন জয় করে নিয়েছিল সাজিদ-ওয়াজিদ জুটি। ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ জনপ্রিয়তার একটা অন্যমাত্রার মাইলস্টোন তৈরি করেছিল সেই সময়। পরবর্তীকালে কিলার, ভীর, রংরেজ, এক থা টাইগার, ওয়ান্টেড, রাউডি রাঠোরের মত সিনেমায় কাজ করেছিলেন তিনি। উপহার দিয়েছিলেন অসংখ্য গান। অত্যন্ত পছন্দের সুরকার ছিলেন সলমন খানের।

শারীরিক অসুস্থতার কারণেই বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসেননি ওয়াজিদ খান। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘দাবাং-৩’ এর সঙ্গীত-প্রকাশ অনুষ্ঠানে। সম্প্রতি সাজিদ-ওয়াজিদ জুটির প্রোজেক্ট ‘তালিম মিউজিক’-এর কাজেই ব্যস্ত ছিলেন তিনি। কিছুদিন আগেই প্রকাশ করেছিলেন দুটি ঝকঝকে নতুন গান। এছাড়াও লকডাউনে সলমন খানের দুটি গান— ‘ভাই ভাই’ এবং ‘প্যায়ার করো না’-র নেপথ্যে রয়েছেন তিনিই।

ওয়াজিদ খানের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সোনু নিগম, জিৎ গাঙ্গুলী শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইট করেন সোনা মহাপাত্র, বাবুল সুপ্রিয়, সেলিম মারচেন্ট, প্রিয়াঙ্কা চোপড়াও। আধুনিক হিন্দি সিনেমার সঙ্গীতকে একটি অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল সাজিদ-ওয়াজিদ জুটি। ওয়াজিদ খানের মৃত্যুর সঙ্গেই শেষ হল সেই অধ্যায়...

Powered by Froala Editor

Latest News See More