লকডাউনে সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে হাঁপিয়ে উঠছেন অনেকেই। এর মধ্যে একটু স্বাদবদলের যেন কোনো অবকাশ নেই। এমন সময় দেখা গেল গাড়িবারান্দায় সাউন্ড সিস্টেম সাজিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু করেছেন এক দম্পতি। প্রতিবেশীরা তাঁদের অনুষ্ঠান শুনছেন নিজেদের বাড়ি থেকে। কেউ আবার বেরিয়ে আসছেন বারান্দায়। অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে চোখের দেখাটুকু সেরে নিচ্ছেন এই ফাঁকে। রোজকার একঘেয়ে জীবনে এভাবেই বিনোদনের ছোঁয়া এনে দিলেন দক্ষিণ ক্যারোলিনার এই দম্পতি।
লি এডওয়ার্ড এবং তাঁর স্বামী দিমিত্রি পিটা গিলার্ড সেন্টারের একটি অপেরায় কাজ করেন। অপেরার বাইরে স্বল্প সংখ্যক দর্শকের জন্য কোনোদিন কোনো অনুষ্ঠান করেননি তাঁরা। কিন্তু লকডাউনের মধ্যে তাঁদের সেই জীবনেও পরিবর্তন এসেছে। আর তাই মাউন্ট প্লিজ্যান্টে নিজেদের বাড়ির গাড়িবারান্দাতেই আয়োজন করলেন তাঁদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ক্লাসিক্যাল থেকে আধুনিক নানা ধরনের গান শোনালেন এই দম্পতি। আর প্রতিবেশীদের জীবনে এমন বিনোদন যেন বহুদিন আসেনি। সেইসঙ্গে তাঁদের এলাকার যৌথ জীবনের কথাও হঠাৎ মনে পড়িয়ে দিয়ে গেল একদিনের এই অনুষ্ঠান।
দিমিত্রি পরে জানিয়েছেন, কোনো অনুষ্ঠানের পরিকল্পনা তাঁদের ছিল না। লকডাউনের মধ্যে স্টেজ পারফরমেন্স বন্ধ থাকলেও মাঝে মাঝে প্র্যাকটিস করেন তাঁরা। আর তখন অনেক প্রতিবেশীই তাঁদের গান শুনতে চান। আর তখনই তাঁরা ভাবলেন, যদি একদিনের একটি অনুষ্ঠানে সকলের সঙ্গে কিছুটা মুহূর্ত ভাগ করে নেওয়া যায়। এরপর প্রতি সপ্তাহে এমন অনুষ্ঠান আয়োজন করবেন বলে জানিয়েছেন তাঁরা। লকডাউনের মধ্যে এমন অনুষ্ঠানগুলিই মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে একা বাঁচতে পারেন না কোনো মানুষই। প্রত্যেকের যৌথ জীবনেই মানুষের সভ্যতার অস্তিত্ব।