প্রতিটা মুহূর্তে যে পরিবেশ দূষণ বেড়ে চলেছে, সে কথা বারবার বলে চলেছে অনেকে। ২০১৯-এ ঘটে গেছে একের পর এক অঘটন। আর সেজন্য ইতিমধ্যেই প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে গোটা বিশ্বে। সম্প্রতি এমন একটি সমীক্ষা শুধু পরিবেশবিদদেরও চিন্তায় রাখল তাই নয়, চিন্তায় রাখল সাধারণ মানুষকেও।
পৃথিবীর সবথেকে বড় রিইনসিওরেন্স কোম্পানি ‘মিউনিখ রে’-এর তরফ থেকে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, যত দিন যাচ্ছে, পৃথিবীতে পরিবেশ-জনিত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়ছে। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। আমাজন, কঙ্গো, সুমাত্রা, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আর এই যাবতীয় ঘটনা অন্যান্য জিনিসের সঙ্গে অর্থনীতির ওপরেও প্রভাব ফেলেছে। সমীক্ষা বলছে, ২০১৯-এ অন্তত ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে গোটা বিশ্বে। ভারতীয় মুদ্রার বিচারে এই অঙ্ক ১৫০ কোটিও ছাড়াবে। সেই সঙ্গে তাঁদের সতর্কতা, এরকম ভাবে চললে ২০২০ সালে এই অঙ্ক আরও বাড়বে।
এই মুহূর্তে গোটা বিশ্বের অর্থনীতির অবস্থা খুব একটা ভাল জায়গায় নেই। ভারত-সহ অন্যান্য তৃতীয় বিশ্বের দেশে বেড়ে চলেছে বেকারত্ব। অনেক দেশে রীতিমত ধুঁকছে অর্থনীতি। সেই সময় এত বিপুল পরিমাণ ক্ষতি এক অর্থে সেই দুর্বল রোগীকেই আইসিইউ’র দিকে ঠেলে দিচ্ছে না তো? এদিকে ট্রাম্পের মতো শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা পরিবেশ দূষণকে গুরুত্ব দিতেই নারাজ। কিন্তু যে বিপুল ক্ষতি হচ্ছে, তার কী হবে?