আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেপ্তার অর্ণব গোস্বামী

মুম্বইয়ের নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হল রিপাবলিক টিভির প্রধান সম্পাদক, সাংবাদিক অর্ণব গোস্বামীকে। আজ, বুধবার ভোরবেলায় তাঁর বাড়ি হানা দেয় মুম্বই পুলিশ। তারপর গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

দুবছর আগের একটি আত্মহত্যার প্ররোচনার ঘটনায় অর্ণব গোস্বামীর নাম উঠে আসে। ৫৩ বছর বয়সী ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়কের অভিযোগ ছিল, রিপাবলিক টিভি’র হয়ে তাঁর সংস্থা কাজ করেছিল। কিন্তু পরবর্তীকালে তাঁর প্রাপ্য টাকা অর্ণব গোস্বামীরা মেটায়নি। সব মিলিয়ে টাকার পরিমাণ ছিল প্রায় পাঁচ কোটিরও বেশি। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়ে। তাই তিনি এবং তাঁর মা কুমুদ নায়ক আত্মহত্যার রাস্তা বেছে নেন।

সেই ঘটনায় বেশ কয়েকজনের সঙ্গে অর্ণব গোস্বামীরও নাম উঠে আসে। পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলাও শুরু হয়। কিন্তু ২০১৯ সালে সেই মামলা বন্ধ করে দেয় পুলিশ। দীর্ঘদিন সেই ব্যাপারটি ধামাচাপা অবস্থায় ছিল। সাম্প্রতিক সময় আবারও নতুন করে অন্বয় নায়কের আত্মহত্যার মামলাটি সামনে আসে। এবং তারপরই মুম্বই পুলিশের নিশানায় আসেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ। সূত্রের খবর, আজ ভোরবেলায় মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার করার পর অর্ণব গোস্বামীকে আলিবাগে নিয়ে যাওয়া হতে পারে। বাড়িতেই পুলিশের সঙ্গে একপ্রস্থ ধ্বস্তাধ্বস্তি হয় অর্ণবের। সেই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়। তাঁর গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক ও সাধারণ মহলে।      

Powered by Froala Editor

Latest News See More