১৪ বছর পর উদ্ধার চুরি-যাওয়া মানিব্যাগ, টাকা এবং গুরুত্বপূর্ণ নথি-সহ ফেরাল জিআরপিএফ

থানা থেকে আচমকা ফোন এলে কার না বুক কেঁপে ওঠে? জিআরপিএফের ফোনে এমনই অবাক হয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের বাসিন্দা হেমন্ত পালাদকার। তবে অবাক হওয়ার পালা এখানেই শেষ না। জিআরপিএফের কথা শুনে চক্ষু চড়কগাছ হেমন্তবাবুর। ঠোঁটে খেলে গেল হাসির ঝিলিকও। ১৪ বছর আগের হারানো মানিব্যাগ খুঁজে পাওয়া গেছে যে।

২০০৬ সাল নাগাদ ট্রেনে যাতায়াতের সময়ই হেমন্ত বাবুর মানিব্যাগটি খোয়া গিয়েছিল মহারাষ্ট্রের বাসি স্টেশনে। ওই স্টেশনের জিআরপিএফ থানাতে ডায়েরিও করিয়েছিলেন তিনি। বেশ কিছু দরকারি কাগজপত্র ছাড়াও ছিল নগদ ৯০০ টাকা। তবে প্রথম কয়েকমাসে বেশ কয়েকবার খোঁজ নিয়েও পাওয়া যায়নি সে মানিব্যাগের সন্ধান। এতদিন পর যেন আকাশ সেই মানিব্যাগের খুঁজে পাওয়া প্রায় অলৌকিকই তাঁর কাছে।

গত এপ্রিল মাসে বাসি স্টেশনের জিআরপিএফ থানা থেকে ফোন করা হয় তাঁকে। তবে লকডাউনের জন্য মানিব্যাগটি সংগ্রহ করতে যেতে পারেননি। সম্প্রতি লকডাউন ওঠায় স্টেশন থেকে মানিব্যাগটি নিয়ে আসেন তিনি। উদ্ধার হওয়া টাকা থেকে শুরু করে কাগজপত্র সবই একেবারে ঠিকঠাকই ছিল সেখানে। তবে মাত্র ৪০০ টাকা নিয়েই ফিরতে পেরেছেন তিনি। একটি পুরনো ৫০০ টাকার নোট থাকায় সেটি জমা রেখেছেন জিআরপিএফ আধিকারিকেরা। ওই নোট ভারতে নিষিদ্ধ হয়ে যাওয়ায় তাঁরা জানিয়েছেন বদলে দেওয়া হবে সেটিও। 

১৪ বছর পর কীভাবে সমস্ত টাকা-সহ কীভাবে উদ্ধার হল তাঁর মানিব্যাগ, তা একপ্রকার রহস্যই। তবে টাকা ফিরত পেয়ে যারপরনাই খুশি হেমন্তবাবু। তিনি ধন্যবাদ জানিয়েছেন জিআরপিএফ পুলিশ আধিকারিকদের। বাসি স্টেশনের পুলিশ আধিকারিকরা জানান, গ্রেপ্তার করা হয়েছে পকেটমারিতে যুক্ত থাকা ব্যক্তিকে। চলছে জিজ্ঞাসাবাদ...

আরও পড়ুন
মন্দিরের অতিরিক্ত দুধ তুলে দেওয়া হচ্ছে পথ-কুকুরের মুখে, মানবিকতার সাক্ষী মুম্বাই

Powered by Froala Editor

Latest News See More