কথায় বলে, ঠিকভাবে ব্যবহার করলে ক্যামেরাও কথা বলে। কথাটা যে কতটা সত্যি, সেটা পৃথিবীর বিভিন্ন কিংবদন্তি ছবিগুলো দেখলেই বোঝা যায়। খুব সম্প্রতি সময় একটা ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছবির একদিকে চৌকো চৌকো কিছু হাউজিং কমপ্লেক্স, বাংলো। আর অন্যদিকে সার দেওয়া প্রচুর ঘর। বস্তি অঞ্চল। ছবিটি তোলা হয়েছে মুম্বইতে। কিন্তু একটা ছবির মধ্য দিয়ে সেই শহরের সমগ্র আর্থ সামাজিক প্রেক্ষাপট কত দৃঢ়ভাবে উঠে এসেছে, তা তারিফযোগ্য।
আমেরিকান ফটোগ্রাফার জনি মিলার তাঁর ‘আনইক্যুয়াল প্রজেক্ট’-এর জন্য তুলেছিলেন এই ছবিটি। ইতিমধ্যে নানা মহলে প্রশংসিত হয়েছে এই ছবি। কিন্তু কী রয়েছে ছবিতে? রয়েছে মুম্বইয়ের আর্থ সামাজিক পরিস্থিতি। সেখানকার আর্থিক বৈষম্য। যেখানে একদিকে রয়েছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকা। অন্যদিকে রয়েছে বিশাল ধারাভি বস্তি। মাঝখানের ওই বিভাজনটা শুধু ছবিতে নয়, প্রকৃত অর্থেই বিদ্যমান। আর সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন জনি মিলার।
তবে এই ছবি কি শুধু মুম্বইয়ের অবস্থা? ভারতের অবস্থা নয়? যেখানে পরিসংখ্যান বলছে দেশের সম্পদের একটা বড় অংশ রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের হাতে। মুম্বইয়ের এই ছবিটা কি আরও একবার এই কথাটা মনে করিয়ে দেয় না আমাদের?