শেষ হল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের একটি অধ্যায়। ব্যাট, প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার ধোনি নিজের ইনস্টাগ্রামে জানালেন অবসর গ্রহণের কথা। লিখলেন ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন’।
২০১৭ সালে একদিনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। ২০১৪ সালে শেষে অস্ট্রেলিয়া ট্যুরের পরেই ছেড়েছিলেন টেস্ট ক্রিকেটের বাইশ গজও। তবে একদিনের ক্রিকেট থেকেও ধোনির অবসর অনেকটাই অপ্রত্যাশিত। ২০১৯-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আসা মহেন্দ্র সিং ধোনির। ২০০৭ সালে অধিনায়কের মুকুট মাথায় তুলে নেন ধোনি। ধোনিই একমাত্র খেলোয়াড় যিনি ওয়ান ডে, টি-২০ এবং টেস্ট, এই তিনটি ফর্ম্যাটেই খেলেছেন ৫০-এর অধিক ম্যাচ। ১৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৭২টি টি-২০ ম্যাচে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন ধোনি। প্রসঙ্গত ধোনিই একমাত্র স্কিপার যিনি স্বাদ পেয়েছেন সমস্ত ধরণের অন্তর্জাতিক ট্যুরনামেন্ট বিজয়ের। ঝুলিতে রয়েছে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সংগ্রহে রইল সবরকমের আন্তর্জাতিক ট্যুর্নামেন্ট মিলিয়ে প্রায় ১৭ হাজার রানের পাহাড়। রইল ১৯৫ টি স্ট্যাম্পিং, ৬৩৪ ক্যাচের মালিকানা।
বয়স হয়েছিল ৩৭ বছর। তবে দলের সমস্ত চড়াই-উতরাইয়েই সঙ্গে মানিয়ে নিয়েই বিশ্ববাসীকে বার বার বিস্মিত করেছিলেন ধোনি। ভারতের স্বাধীনতা দিবসের দিনেই ধোনির এই ঘোষণা ক্রিকেটপ্রেমীদের কাছে অনেকটাই দুঃস্বপ্নের মত। টানা ১৬ বছরের পর মাহি ম্যাজিক আর দেখা যাবে না কার্যত অবিশ্বাস্য ১৩০ কোটি মানুষের কাছে...
Powered by Froala Editor