বয়স মাত্র ১২, ইতিমধ্যেই ১৩৫টি বইয়ের লেখক উত্তরপ্রদেশের মৃগেন্দ্র

মহাভারতের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র অভিমন্যু। চক্রবুহ্য ভেদ করায় একমাত্র পারদর্শী ছিলেন এই মহাবীর। কিন্তু যুদ্ধক্ষেত্রে না হলেও এই অভিমন্যুর মতো অতি অল্প বয়সে একশো পঁয়ত্রিশটি বই লিখে বিখ্যাত হল উত্তরপ্রদেশের মৃগেন্দ্র রাজ।

মাত্র বারো বছর বয়সেই সে ধর্ম ও জীবনী বিষয়ক এতগুলো গ্রন্থ লিখে ফেলেছে। তাই তাকে ডাকা হয় ‘আজ কা অভিমন্যু’ নামে। এই বয়সেই সে রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে লিখে ফেলেছে তার বইতে। বইগুলি ২৫ থেকে ১০০ পাতার মধ্যে। ইতিমধ্যেই রাজ চারটি বিশ্বরেকর্ড করে ফেলেছে। সে জিতেছে আরও অনেক পুরস্কার।

মৃগেন্দ্র-র মা একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা সুগারকেন ডিপার্টমেন্টে চাকরি করেন। ভবিষ্যতের এক উজ্জ্বল নক্ষত্র হতে পারে মৃগেন্দ্র। তার নাম একদিন সারা পৃথিবীর কাছে পরিচিত হবে, এমন আশা করছেন অনেকেই।

Latest News See More