২০১৭ সাল। বাল্টিমোর বন্দরে নদীর স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব তুলে নিয়েছিলেন মিস্টার ট্র্যাশ হুইল। তারপর পেরিয়ে গেছে চার চারটি বছর। এখনও একাই নদী থেকে আবর্জনা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন মিস্টার ট্র্যাশ হুইল। না, যেমনটা ভাবছেন তা নয়। ইনি কোনো ব্যক্তি নন, বরং নিছক একটি যন্ত্র মাত্র। নদী দূষণ এবং নদীর প্রবাহ থেকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ পৃথকীকরণের জন্য বর্তমানে এই যন্ত্রই অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে বিজ্ঞানীদের।
বিগত চার বছরে কয়েক মিলিয়ন টন বর্জ্য পদার্থের পৃথকীকরণ করেছে মিস্টার ট্র্যাশ হুইল। এমনকি এমন কৃতিত্বের জন্য গিনেস বুকেও নাম তুলেছে সে। তবে এই যন্ত্রের অভিনবত্ব অন্য জায়গায়। এই যন্ত্র সম্পূর্ণ স্বয়ংক্রিয়। অর্থাৎ, যন্ত্রচালনার জন্য প্রয়োজনীয় শক্তি নিজে তৈরি করে নেয় মিঃ ট্র্যাশ হুইল। রয়েছে সৌরশক্তি এবং নদীস্রোতকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বন্দোবস্তও। ফলত, একবার এই যন্ত্র স্থাপনের পর আর কোনো বাড়তি খরচ থাকে না বললেই চলে।
তবে শুধু যে নদীর পরিবেশকেই সুস্থ ও স্বাভাবিক রাখছে এই যন্ত্র, এমনটা ভাবা ভুল। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওসান ক্লিনআপ’-এর পরিসংখ্যান অনুযায়ী, সামুদ্রিক দূষণের ৮০ শতাংশ বর্জ্যই আসলে নদীবাহিত হয়ে সমুদ্র মেশে। সেই পথটা আটকানো সম্ভব হলে হাল ফিরবে সমুদ্রেরও। বাঁচবে জলের তলার বাস্তুতন্ত্র।
বর্তমানে শুধু বাল্টিমোরই নয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, ওকল্যান্ড এবং ক্যালিফোর্নিয়াতেও বসেছে স্বয়ংক্রিয় এই ধরনের যন্ত্র। যুক্তরাষ্ট্রের বাইরে পানামাতেও নদী পরিশোধন করতে স্থাপিত হয়েছে ‘মিসেস ট্র্যাশ হুইল’। উত্তরোত্তর বাড়ছে এহেন যন্ত্রের চাহিদা। এখনও জমে রয়েছে বেশ কিছু বায়না। এমনটাই জানাচ্ছেন যন্ত্রটির নির্মাতা তথা মার্কিন প্রযুক্তিবিদ জন কেলেট।
আরও পড়ুন
রাষ্ট্রনায়কদের আদলে পাহাড়! ইলেক্ট্রনিক বর্জ্য দিয়ে তৈরি 'মাউন্ট রিসাইকেলমোর'
তবে ট্র্যাশ হুইলের সাফল্য ও জনপ্রিয়তার থেকেও, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার বিষয়টিতেই বেশি উচ্ছ্বসিত তিনি। ট্র্যাশ হুইলকে নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষিপ্তভাবে চলছে পরিবেশগত কর্মসূচির প্রচার, তৈরি হয়েছে তথ্যচিত্রও। আর যার ফলে ক্রমশ নদীতে বর্জ্য নিক্ষেপের প্রবণতাও কমছে সাধারণের মধ্যে। যা অত্যন্ত ইতিবাচক দিক বলেই মনে করছেন কেলেট। এখনও পর্যন্ত একমাত্র তাঁর একক প্রচেষ্টাতেই তৈরি হয়ে চলেছে একের পর এক ট্র্যাশ হুইল। তবে বাণিজ্যিকভাবে বৈশ্বিকমাত্রায় এই যন্ত্রের উৎপাদন শুরু হলে, অনেকটাই আয়ত্তে আসবে জলদূষণ, সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি…
আরও পড়ুন
এক দশকে ৩৫ শতাংশ বৃদ্ধি পারকিনসনের, দায়ী শিল্পক্ষেত্রের বর্জ্য
Powered by Froala Editor
আরও পড়ুন
এভারেস্টের ২.২ মেট্রিক টন বর্জ্য অপসারণ পর্বতারোহীদের