জলবায়ু পরিবর্তন রুখতে সারা পৃথিবীজুড়েই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হচ্ছে। কিন্তু তার কতটুকুই বা কাজে আসে? মানুষের অযত্নে আর অবহেলায় বহু ক্ষেত্রেই চারাগাছ বেড়ে ওঠার সুযোগ পায় না। কিন্তু যদি বৃক্ষরোপণের (Afforestation) পাশাপাশি মানুষের কর্মসংস্থানের (Employment) ব্যবস্থাও করা যায়, সেইসঙ্গে কমিয়ে আনা যায় প্লাস্টিক দূষণের (Plastic Pollution) প্রভাব – তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। সম্প্রতি এমনই বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন মধ্যপ্রদেশের বনাধিকারিক অনুপম শর্মা।
গত জুলাই মাসে মধ্যপ্রদেশের মাইহার মহকুমায় বনবিভাগের তরফ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। বিরাট এলাকাজুড়ে ৪ লক্ষ ৭০ হাজার গাছ লাগানো হয়। এর কিছদিন পরেই সেখানে পরিস্থিতি দেখতে যান আইএফএস অফিসার অনুপম শর্মা। আর পৌঁছেই দেখেন, প্রায় গোটা এলাকাটাই প্লাস্টিকের আবর্জনায় জমে উঠেছে। চারাগাছগুলির মাথা ঢেকে ফেলেছিল পলিথিনের ব্যাগ। তখনই অনুপমের মনে হয়, প্লাস্টিক অপসারণ প্রয়োজন। প্রয়োজন সেই প্লাস্টিক পুনর্ব্যবহারেরও। নাহলে এক জায়গা থেকে আবর্জনা আরেক জায়গায় জমা হবে মাত্র।
প্রাথমিকভাবে অনুপম প্লাস্টিক সংগ্রহ করে বাজারে বিক্রি করার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সমস্ত প্লাস্টিক সংগ্রহ করে দেখা যায় মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৫ হাজার কেজি। এত প্লাস্টিক একসঙ্গে কিনতে রাজি হলেন না কোনো সংস্থাই। শেষ পর্যন্ত পরামর্শ দিলেন তাঁর স্ত্রী ভবনা। বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে এই সমস্ত প্লাস্টিক বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যায়। আর সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করা যায়। ভবনাই যোগাযোগ করলেন মা সারদা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। সেখানে বৃদ্ধাশ্রমে বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবস্থা করা হল। আর সেইসঙ্গে তেল নিষ্কাশন ও মশলা গুঁড়ো করার যন্ত্রও বসানো হল। তেল তৈরি এবং মশলা পেষাইয়ের কাজে যোগ দিলেন আশেপাশের তিনটি গ্রামের মানুষ।
১ কেজি পলিথিন প্লাস্টিক থেকে ৬ কেজি কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয়। সেই হিসাবে ৫ হাজার কেজি প্লাস্টিক থেকে তৈরি ৩০ হাজার কেজি কার্বন-ডাই-অক্সাইড মিশত বাতাসে। অনুপম শর্মার এই উদ্যোগ পরিবেশের বিপদকে অনেকটাই কমিয়ে এনেছে, একথা বলাই যায়। আর সেইসঙ্গে রোজগারের দিশা পেয়েছেন গ্রামবাসীরাও। বর্তমান পরিস্থিতিতে এমন উদ্যোগই যে ভীষণভাবে প্রয়োজন।
আরও পড়ুন
৫ মাসে ৫০০ টন প্লাস্টিক অপসারণ যমুনা নদী থেকে, সৌজন্যে ভারতীয় প্রযুক্তি
Powered by Froala Editor
আরও পড়ুন
প্লাস্টিককে ঘিরেই গড়ে উঠছে নয়া বাস্তুতন্ত্র, সমুদ্রের ‘অজানা’ গল্প