কলকাতা চলচ্চিত্র উৎসবে যে-যে ভারতীয় সিনেমা দেখতে পারেন বৃষ্টিভেজা রোববারে

আজ থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকালই মহাসমারোহে উদ্বোধন হয়ে গেছে তার। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও, উৎসাহীদের ভিড় কম ছিল না আজ। কালকেও সম্ভবত দেখা যাবে একই দৃশ্য। আর হবে নাই বা কেন! ঝড় হোক বা বৃষ্টি, কলকাতার সিনেপাগল মানুষদের রোখে সাধ্য কার!

আগামীকাল, রবিবার সারাদিন ধরে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে থাকছে অসংখ্য সিনেমা। সেগুলি থেকেই বেছে ভারতীয় সিনেমাগুলির একটি তালিকা তৈরি করলাম আমরা, যা আপনি দেখতে পারেন -

স্থান – নন্দন-১
সময় – বিকেল ৫টা
সিনেমা – রোম রোম মে
পরিচালক – তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়

বুসান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।

স্থান – অজন্তা সিনেমা
সময় – সন্ধে ৬টা
সিনেমা – পার্সেল
পরিচালক – ইন্দ্রাশিস আচার্য

একটি পার্সেলকে ঘিরে এগিয়েছে এই সিনেমার গল্প। অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্বাশ্বত চট্টোপাধ্যায়।

স্থান – নন্দন-১
সময় – সন্ধে ৭টা ১৫
সিনেমা – রাহগির
পরিচালক – গৌতম ঘোষ

প্রফুল্ল ঘোষের ছোটগল্প অবলম্বনে তৈরি গৌতম ঘোষের এই সিনেমায় রয়েছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম প্রমুখ...

স্থান – রবীন্দ্রসদন
সময় – দুপুর ৩টে ১৫
সিনেমা – দেবী অওর হিরো
পরিচালক – আদিত্য কৃপালিনী

আদিত্য কৃপালিনীর এটি তৃতীয় ছবি। তাঁর প্রথম ছবি ‘লক্ষ্মী বম্ব’ আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিল। নতুন সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা শতরূপা।

স্থান – বেঙ্গলি প্যানোরমা
সময় – বিকেল ৫টা ১৫
সিনেমা – তবুও নন্দিনী
পরিচালক – সুব্রত সেন

এই সিনেমায় অভিনয় করেছেন মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়, ব্রাত্য বসু প্রমুখ।

স্থান – রবীন্দ্রসদন
সময় – সন্ধে ৭টা ৩০
সিনেমা – শ্রাবণের ধারা
পরিচালক – অভিজিত গুহ ও সুদেষ্ণা রায়

এই সিনেমাটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী প্রমুখ।

স্থান – আইনক্স সিটি সেন্টার
সময় – দুপুর ৩টে
সিনেমা – ধুমক্কুরিয়া
পরিচালক – নন্দলাল নায়ক

স্থান – শিশির মঞ্চ
সময় – বিকেল ৪টে ১৫
শর্ট ফিল্ম – ক্যানভাস, গোলপোস্ট, ফ্ল্যাশ অব বুলেটস
পরিচালক – সৌম্যজিত আদক, অর্ঘ্য কয়াল, সৌরীশ দে

এই রইল বিভিন্ন বিভাগের কয়েকটি সিনেমার হদিশ। তাহলে আর অপেক্ষা কীসের? এক্ষুনি মাথায় ছকে ফেলুন, কোনগুলি দেখতে যাবেন বৃষ্টিমাখা ছুটির দিনে...