ওয়েলসের শান্ডিডনো শহরের রাস্তায় নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে একদল পাহাড়ি ছাগল। কখনো রাস্তায় তো কখনো চার্চের মধ্যে ঘোরাঘুরি করছে, বাগানের লতাপাতা ছিঁড়ছে, ছড়াচ্ছে। যেন জীবনের অম্লান আনন্দে মেতে উঠেছে তারা। এমন ছবি অবশ্য নতুন নয়। করোনা ভাইরাসের জেরে সাম্প্রতিক লকডাউনে পৃথিবীর নানা প্রান্ত থেকে উঠে এসেছে এমন ছবি। বন্য প্রাণীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে জনশূন্য রাস্তায়। সেই তালিকাতেই যুক্ত হল শান্ডিডনো শহরের নাম।
স্থানীয় এক বাসিন্দার ফেসবুক পোস্টের সূত্রে এই খবর ছড়িয়ে পড়ে। গৃহবন্দী মানুষও এদের উপদ্রবের ভয়ে পুলিশে খবর দেন। তবে পুলিশ এসে পৌঁছনোর আগেই ছাগলের দল পাহাড়ের গায়ে তাদের নির্দিষ্ট বাসস্থানে ফিরে যায়। তবে জানা গিয়েছে, প্রায় ২০০ ছাগলের একটি দল শহরে এসেছিল। তাদের এভাবে ঘুরতে দেখতে অভ্যস্ত নয় কেউই। অনেকে অবশ্য বলছেন, মাঝে মাঝে শহরের বাইরে পাহাড়ের ঢালে বা সমুদ্রের তীরে এদের দেখা যেত।
সারা বছর আমাদের চারপাশে ঘিরে থাকে এমন কত জীব। আমরা তাদের কতটুকুই বা খোঁজ রাখি? লকডাউনের পরিস্থিতি তৈরি না হলে আমরা অনেকেই তাদের অস্তিত্বের কথাই জানতাম না। অথচ একটু চেষ্টা করলেই তো মিলেমিশে থাকা যায়। মানুষের ভয়ে কেন সবসময় লুকিয়ে বাঁচতে হবে এই প্রাণীদের? নাকি পৃথিবীর উপর তাদের কিছু কম অধিকার আছে? উঠছে সেই প্রশ্নও। তাই অনেকেই আশা করছেন, জনজীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরলে সবাই একসঙ্গে বেঁচে থাকার একটা চেষ্টা করে দেখা যেতেই পারে। অন্তত খুব মন্দ হবে না সেটা।