২০১৫ সালের কথা। ব্রিটেনের (Britain) পূর্ব-ইয়র্কশায়ারের বার্টন অ্যাগনেস (Burton Agnes) প্রত্নতাত্ত্বিক সাইটে খননকার্য চালাচ্ছিল ‘অ্যালেন আর্কিওলজি’ প্রত্নতাত্ত্বিক সংস্থা। সেই অভিযানেই প্রকাশ্যে এসেছিল চক নির্মিত একটি অদ্ভুত ভাস্কর্য। এবার বিস্তারিত গবেষণা জানাল, তার বয়স ৫ হাজার বছর। অর্থাৎ, তা প্রায় স্টোনহেঞ্জের সমবয়সী। বিগত এক শতকে এই ভাস্কর্যকে ব্রিটেনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্ন-আবিষ্কার (Prehistoric Discovery) বলেই চিহ্নিত করছেন গবেষকরা।
মূলত, এই ভাস্কর্যটির সন্ধান মিলেছিল একটি পুরাতাত্ত্বিক সমাধিক্ষেত্রে। সেই সমাধিক্ষেত্রের অদ্ভুত চরিত্রও নজর কেড়েছে ব্রিটিশ গবেষকদের। একজন নয়, তিনজন শিশুকে একইসঙ্গে কবরস্থ করে হয়েছিল সেই সমাধিস্থলে। এবং তা নির্দিষ্ট একটি শৃঙ্খল মেনে।
বয়সের নিরিখে সবচেয়ে ছোটো দুটি শিশুকে হাত ধরে থাকা অবস্থায় শোয়ানো হয়েছিল পাশাপাশি। তার ওপরে শুইয়ে দেওয়া হয়েছিল বড়ো শিশু বা কিশোরটিকে, অন্য দুটি শিশুকে জড়িয়ে থাকার ভঙ্গিতে। সমাধিক্ষেত্রে এমন শয়নসজ্জার কারণ ঠিক কী, কীভাবেই বা তাদের মৃত্যু হয়েছে— সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ বা যুক্তি খুঁজে পাননি গবেষকরা।
যাই হোক, সংশ্লিষ্ট ভাস্কর্যটিও সমাধিস্থ করা হয়েছিল এই কবরের মধ্যেই। কিশোরের মাথার ওপরেই দাঁড় করানো ছিল চকের তৈরি সেই পাথুরে ‘ড্রাম’। পাশাপাশি ছিল একটি পাথরের বল এবং হাড়ের তৈরি কাঁটা। প্রাথমিকভাবে ভাস্কর্যটিকে কোনো প্রাচীন পাত্র বলেই মনে করেছিলেন গবেষকরা। তবে দীর্ঘ গবেষণার পর উঠে আসে সম্পূর্ণ ভিন্ন ফলাফল। না, কোনো সাধারণ পাত্র নয়, চকের তৈরি ভাস্কর্যটি আদতে একটি বাদ্যযন্ত্র। আর তার মাথার ওপর তিনটি ছোট্ট গর্ত মৃত তিন শিশুকেই নির্দেশ করছে, এমনটাই অভিমত গবেষকদের।
আরও পড়ুন
ডাইনোসরের পরিণত ডিম, ভিতরে আস্ত ভ্রূণ! অবাক প্রত্নতাত্ত্বিকরা
৩০০৫-২৮৯০ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল এই পাত্রগুলি। তিন শিশুর অস্থির কার্বন ডেটিং-ও জানাচ্ছে তাদের বয়সও প্রায় এক। আশ্চর্যজনকভাবে এই একই সময়ে তৈরি হয়েছিল স্টোনহেঞ্জ। ফলে, দুই ভাস্কর্যের মধ্যে কোনো পুরাতাত্ত্বিক যোগ রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত গবেষকরা। আর সেই কারণেই বিগত এক শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলেই গবেষকরা চিহ্নিত করছেন এই ভাস্কর্যকে।
আরও পড়ুন
পুরীর জগন্নাথ মন্দিরের ঢিলছোঁড়া দূরত্বে গুপ্তধন? খননে প্রত্নতত্ত্ব বিভাগ
সম্প্রতি, এই ঐতিহাসিক ভাস্কর্যকে প্রকাশ্যে আনতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ মিউজিয়াম। ‘দ্য ওয়ার্ল্ড অফ স্টোনহেঞ্জ’ নামক সেই প্রদর্শনীতে এই ভাস্কর্যটি ছাড়াও থাকছে সমসাময়িক যুগের উল্লেখযোগ্য নানান নিদর্শন। আগামী জুলাই মাস পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনীর দরজা। তারপর পরবর্তী ধাপের গবেষণার জন্য ভাস্কর্যটি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে গবেষকদের জিম্মায়। সমাধিস্থ করার প্রাচীন রীতি-রেওয়াজের ব্যাপারে এখনও যে ধোঁয়াশা কাটেনি গবেষকদের…
আরও পড়ুন
প্রত্নচিত্র-সহ আস্ত গুহার নিলাম
Powered by Froala Editor