‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। সিনেমা দেখার আগেই হোক, বা সিগারেট খাওয়ার আগে প্যাকেটের গায়ে— সতর্কবাণী সবসময় আমাদের চোখের সামনে ভাসছে। কিন্তু আমরা কি সতর্ক হচ্ছি? ধূমপান নিয়ে লাগাতার প্রচার সত্তেও কমছে না এর নেশা। তবে করোনা পরিস্থিতি সেই ধোঁয়ায় লাগাম টেনেছে অনেকটা। একটি বিশেষ সমীক্ষার হিসেবে, করোনা পরিস্থিতিতে ইউকে’র প্রায় ১০ লাখ লোক ধূমপান ছেড়ে দিয়েছেন! যা প্রায় ‘মিরাকল’!
অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের (সংক্ষেপে, অ্যাশ) পক্ষ থেকে নানা সময় ধূমপানের বিরুদ্ধে প্রচার করা হয়। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সমীক্ষাও করা হয়। করোনা মহামারি শুরু হওয়ার পর ইউকে-তেও তার রেশ পড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তখনই ধূমপায়ীদের ওপর সমীক্ষা চালায় অ্যাশ। শেষমেশ তার ফলাফলই চমকে দেয় সকলকে। দেখা যায়, গোটা করোনা মহামারীর সময় ইউকে-তে প্রায় ১০ লাখ মানুষ ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন! যা কিনা মোট সংখ্যার ৪১ শতাংশ! বিগত বছরগুলোয় এত প্রচারেও এমন ফলাফল কখনও হয়নি।
এর কারণ হিসেবে করোনাকেই ‘সাধুবাদ’ জানাচ্ছেন সংস্থার সদস্যরা। করোনা ভাইরাস সরাসরি শরীরের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। ফলে মানুষের প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। ধূমপানের ফলে এমনিতেই ফুসফুসের কর্মক্ষমতা কমতে থাকে। ফলে তাঁদের করোনা সংক্রমণ হলে আক্রমণের প্রাবল্য আরও বেশি হবে। সেইজন্যই সম্ভবত ধূমপানের সংখ্যা কমে গেছে এতটা। এখন দেখার, এই হারকে ধরে রাখা যায় কিনা…
Powered by Froala Editor
আরও পড়ুন
সপ্তাহে দু'দিন লকডাউনের পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ, জানাচ্ছেন গবেষকরা