এক বছরে আত্মহত্যা ১১ হাজারেরও বেশি কৃষকের, প্রকাশিত রিপোর্ট

খুব স্বাভাবিক ভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন খবরে দেশ উত্তাল হয়ে ওঠে। সাম্প্রতিককালও তার ব্যতিক্রম নয়। এর মধ্যেই অনেক খবর ধামাচাপা পড়ে যায় নানা কারণে। ২০১৬ সালে সরকারি নথি অনুসারে ১১,৩৭৯ জন কৃষক আত্মহত্যা করেছে। বাস্তবে সংখ্যাটা হয়ত আরও বেশি, কল্পনার বাইরে।

ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যার ঘটনা নতুন নয়। দেশ ডিজিটালাইজড হচ্ছে, গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল। অথচ একজন কৃষক মোবাইলে ঠিক কী করবেন এখনও বুঝে উঠতে পারেন না। ঋণের দায় মেটাতে মেটাতে তার গোটা জীবন কেটে যায়। ২০১৬ সালে গড়ে প্রতিদিন ৩১টি কৃষক আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।

অথচ কৃষকরাই দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার মূল স্তম্ভ। কিন্তু বহু প্রতিশ্রুতির পরও তাঁদের দুর্দশা বিন্দুমাত্র কমেনি। আত্মহত্যাকারী কৃষকদের মধ্যে ৮.৬ শতাংশ মহিলা। মহারাষ্ট্র ও কর্ণাটকেই চাষীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেশের মধ্যে সর্বাধিক। অবশ্য পশ্চিমবঙ্গ ২০১৬ সালের কৃষক আত্মহত্যার কোনো তথ্য প্রকাশ করেনি।

সাধারণত এই তথ্যগুলো প্রত্যেক বছর প্রকাশিত হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রকাশ পেতে সময় লেগে গেল প্রায় তিন বছর। এই তিনবছরে এক ধাক্কায় সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে মনে করছেন অনেকেই। সরকারের পক্ষ থেকে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, এখন সেটাই দেখার।

Latest News See More