ভারতে এক দিনে করোনায় আক্রান্ত ১০,০০০-এরও বেশি মানুষ

রাস্তাঘাট, অফিস কাছারিতে ভিড় বাড়ছে ক্রমশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড আক্রমণের সংখ্যা। কি রাজ্য, কি দেশ— সব জায়গায় প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। এবার একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। শুধু তাই নয়, বিশ্বের করোনার ক্রমতালিকায় ইতালিকে পিছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত!

আগের তথ্য অনুযায়ী, ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৯,৮৮৭ জন। তবে কেবল আক্রান্তের নিরিখেই নয়, মৃতের নিরিখেও সমস্ত রেকর্ড ভেঙে যাচ্ছে। এর আগেই একদিনে মারা গিয়েছিলেন ২৯৪ জন! এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল। আজ এখনও অবধি একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল। সেইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২ লক্ষ ৪৬ হাজার ৪৫৪ (এখনও অবধি)। এর সঙ্গে সঙ্গেই বিশ্বের তালিকায় ছয় নম্বরে চলে এল ভারত। ছাপিয়ে গেল ইতালিকে; সেই ইতালি যার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গিয়েছিল। আর আজ তাকেই ছাড়িয়ে এগিয়ে গেল ভারত। অবস্থা ঠিক কতটা সঙ্গিন, সেটা একবার ভেবে দেখব না এরপরও? 

সেই সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থাও দেখা যাক। এখানেও সংক্রমণের সংখ্যা বাড়ছে হু হু করে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৭৩৮ জন। মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। এখনও সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে! তবে এত কিছুর মধ্যেও ভালো খবর রয়েছে। চিকিৎসার ফলে ভারতে এখনও পর্যন্ত সুস্থও হয়েছেন ১ লাখ ১৮ হাজার জন। এই তথ্যই কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মানুষকে। 

এরই মধ্যে লকডাউন প্রায় উঠেই গেছে বলা ভালো। রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ছে। হিসেব করলে দেখা যাবে, যবে থেকে লকডাউন শিথিল করা হয়েছে, তবে থেকেই এই আক্রান্তের পারদ চড়ছে। করোনা আরও জাঁকিয়ে বসছে আমাদের মধ্যে। আর এখানেই ভয় পাচ্ছেন চিকিৎসকরা। দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত প্যান্ডেমিক বা তৃতীয় পর্যায়ের কোনো ঘোষণা হয়নি ভারতে। ঠিক কোথায় যাচ্ছে পরিস্থিতি, জানে না কেউ।

Powered by Froala Editor

Latest News See More