মমি নেই, পড়ে আছে শত শত কফিন! আজব আবিষ্কার মিশরে

মিশরের রাজধানী কায়রো শহরের কাছেই ঐতিহাসিক শহর সাকারা। তার ধূলোয় ধূলোয় ইতিহাস। আর সেই ইতিহাস খুঁড়তে গিয়েই অদ্ভুত এক আবিষ্কারের সাক্ষী থাকলেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়তেই উঠে আসতে শুরু করল একের পর এক সারকোফ্যাগাস। অর্থাৎ যে কফিনে মমি ঢেকে রাখা হত। একটি নমুনা তুলে আনতেই আরও একটির হদিশ। সম্প্রতি এমনই অদ্ভুত অনুসন্ধানের কথা জানিয়েছে মিশর সরকার।

আজ যেখানে সাকারা শহর, একসময় এর কাছেই ছিল প্রাচীন মিশরের রাজধানী মেমফিস। এখানে ইতিহাস খুঁজে পাওয়া নতুন নয়। কিন্তু মমি ছাড়া এতগুলি সারকোফ্যাগাস সত্যিই অবাক করে। প্রথমে অবশ্য বিশেষজ্ঞরা এটাকে সমাধিক্ষেত্র মনে করেছিলেন। প্রাচীন দেবদেবীর মূর্তি দেখেও তাই মনে হয়েছিল। কিন্তু মমির সন্ধান না পাওয়ায় সেই বিশ্বাস নস্যাৎ হয়ে যায়।

প্রত্নতাত্ত্বিকরা অবশ্য মনে করছেন, খুব শিগগিরি আরও রোমাঞ্চকর কিছুর সন্ধান পাওয়া যেতে পারে। হয়তো এখানেই তৈরি হত সমস্ত কফিন এবং সারকোফ্যাগাস। এমন একটা স্থানের সন্ধান পাওয়া সত্যিই আশ্চর্যের। আর যে নমুনাগুলি পাওয়া গিয়েছে, সেগুলি পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন মিউজিয়ামে। তারপরেই সেগুলি দেখতে পাবেন সাধারণ দর্শক...

Powered by Froala Editor