পশুদের সাধারণত ‘জানোয়ার’ বলে অভিহিত করা হয়। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা মানুষকে ভাবতে বাধ্য করে, জানোয়ার ঠিক কারা? মানুষ না পশুরা?
জল সংকট, আবহাওয়া বদল নিয়ে যখন গোটা বিশ্ববাসী ব্যাকুল, পাড়ার কলগুলিকে তখনও খোলা অবস্থায় দেখতে পাওয়া যায়। নিজেদের উপস্থিত বুদ্ধিতে, সাধারণ দায়বদ্ধতায় খুব কম মানুষই সেই খোলা কল বন্ধ করতে যায়।
কিন্তু যে কাজ মানুষের করার কথা, সেই কাজই করে দেখাল একটি হনুমান। খোলা কল থেকে পড়ে যাওয়া জল আটকাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সে। হাতের সামনে পাতা, কাগজ যা পাচ্ছে, তা দিয়েই চলছে চেষ্টা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও আরও একবার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আমাদের। নিজেরা তো উদাসীনই; কিন্তু একটি হনুমানের এই প্রচেষ্টা কি আমাদের চোখ খুলে দেবে না?