ক্যানসার চিকিৎসার গবেষণায় এখনও আশার আলো দেখাতে পারেননি বিজ্ঞানীরা। কিছু ধরণের ক্যানসার দ্রুত সেরে গেলেও, বেশিরভাগ ক্যানসারই মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। তেমনই এক রোগ হল অগ্ন্যাশয়ে ক্যানসার। বহু চিকিৎসার পরও প্যানক্রিয়াস ক্যানসারে ৯০ শতাংশ মানুষকে বাঁচানো যায় না। তবে এ-বিষয়ে নতুন এক তথ্যের হদিশ দিলেন টেলভাভিভ ইউনিভার্সিটির গবেষকরা।
মূলত কোষ বিভাজনের মাধ্যমেই ক্যানসারের কোষ দ্রুত দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে, একটি অণুর মাধ্যমে এই কোষগুলি বিভাজনের পরিবর্তে ধ্বংস হয়ে যাবে সহজেই। টিউমারের শতকরা ৯০ ভাগ ক্যানসার কোষকে এই অণুটি ধ্বংস করে দেবে নিজে থেকেই।
চাঞ্চল্যকর এই তথ্যটি উঠে আসার পর থেকেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। ২০১৭ সালে অঙ্কোটারগেট ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভাজনের সময় পিজে৩৪ নামের এই অণুটি বেশ কিছু ইঁদুরের ওপর প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা যায়, প্যানক্রিয়াটিক ক্যানসার কোষগুলির ৯০ শতাংশ নিজে থেকেই ধ্বংস হয়ে যায়৷ এমনকি একটি ইঁদুরের দেহে টিউমারটি সম্পূর্ণ রূপে অদৃশ্য হয়ে যায়। এ-পরীক্ষায় সাফল্য পাওয়ার পরই বিজ্ঞানীরা নতুন পদ্ধতিতে ক্যানসার চিকিৎসার কথা ভাবছেন।
অণুটি প্রয়োগের পর ইঁদুরগুলির দেহে কোনো বিপরীত প্রতিক্রিয়া বা অসুস্থতা লক্ষ করা যায়নি বলে জানিয়েছেন প্রফেসর কোহেন-আর্ম। আগামী দিনে, মানুষের প্যানক্রিয়াটিক ক্যানসার সারাতে এই অণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।