‘মহীনের ঘোড়াগুলি’ নামকরণ তাঁরই, প্রয়াত ব্যান্ডের অন্যতম সদস্য রঞ্জন ঘোষাল

মহীনের ঘোড়াগুলি। ১৯৭৫ সালে যখন প্রথম বাঙালিকে এক অন্য ধারার গান শোনানোর অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল, তখন সেভাবে কেউ শুনতে চাননি। বাংলা ব্যান্ডের ধারণাই যে সেই প্রথম। মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেই তাই বিদায় নিল ব্যান্ড। থাকার মধ্যে থেকে গেল আটটি প্রকাশিত গান, কিছু কনসার্টের রেকর্ড আর কিছু স্মৃতি। সেই স্মৃতিতেও জং ধরেছে। একেক করে বিদায় নিয়েছেন বাংলা ব্যান্ডের প্রবাদপুরুষরা, অর্থাৎ মহীনের ঘোড়ারা। সেই তালিকাতেই আরেক সংযোজন। আজ, ৯ জুলাই সকালে মারা গেলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল।

রঞ্জন ঘোষাল নিজে অবশ্য কোনো গান গাননি। কোনো বাদ্যযন্ত্রেও হাত ছোঁয়াননি। তবে গান লিখেছেন। আর গিটার, স্যাক্সোফোন কিম্বা বাঁশি করতাল নিয়ে সেই গান পরিবেশন করেছেন গৌতম চট্টোপাধ্যায়, বাপি দাস এবং বাকিরা। রঞ্জনের মামাতো ভাই গৌতম চট্টোপাধ্যায় যখন জেল থেকে বেরিয়ে এসে প্রথম তৈরি করলেন 'সপ্তর্ষি' নামের গানের দল, তখন থেকেই তার সঙ্গে জড়িয়ে আছেন রঞ্জন ঘোষাল। শ্রোতারা সেভাবে গ্রহণ না করলেও ভালো গান বানানোর মধ্যেই যে ছিল এক তৃপ্তি। আর তার উপর নির্ভর করেই বেশ চলছিল কাজ। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে 'সপ্তর্ষি' ব্যান্ডকে কোনো গান রেকর্ডের অনুমতি দেওয়া হল না। অতএব এবার নাম পাল্টাতে হবে। শোনা যায়, 'মহীনের ঘোড়াগুলি' নামটিও রেখেছিলেন রঞ্জন ঘোষাল। আর সেই নাম যে এক কিংবদন্তি হয়ে থেকে যাবে, তা কি জানতেন তিনি?

কিংবদন্তি তো দলের প্রত্যেকের জীবনও। রঞ্জন বাবুর কথাই ধরা যাক। ভারত সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ সুপার তারাপদ ঘোষালের ছেলে রঞ্জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। এই বিষয়েই উচ্চশিক্ষা। কিন্তু তারপর বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদের চাকরি পেয়েও ছেড়ে দিলেন। একটা অদ্ভুত সময়ের ডাক যে প্রত্যেককেই ডেকে নিয়েছিল। এভাবেই কাজ চলতে থাকল মহীনের ঘোড়াগুলির।

তবে সত্তরের দশকের মধ্যেই দলের কাজ প্রায় দিশা হারাল। আর তাই রঞ্জন বাবুও ঠিক করলেন এবার কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার সময় এসেছে। কিন্তু সংস্কৃতির সঙ্গে বন্ধন ছিঁড়ে ফেলতে পারলেন না। তৃতীয় ধারার নাটকে তাঁকে আমরা বারবার দেখেছি নাট্যকার, নির্দেশক বা অভিনেতা হিসাবে। রাজরক্ত বা বাকি ইতিহাস নাটকে তাঁর অভিনয় আজও যথেষ্ট আলোচনার দাবি রাখে। কিন্তু সেই আলোচনার মানুষটাই আর নেই। কর্মসূত্রে ব্যাঙ্গালোরে সপরিবারে বাস করতেন রঞ্জন ঘোষাল। সেখানেই আজ সকালে তিনি মারা গেলেন। দুই ছেলে এবং স্ত্রী সঙ্গীতার মতোই তাই শোক বিহ্বল মহীনের ঘোড়াগুলির অসংখ্য মুগ্ধ শ্রোতা।

তথ্য ঋণ – ‘অন্য মহীন ১’, প্রকাশক – গুরুচণ্ডা৯

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনার আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা

Latest News See More