কলেজ-বিশ্ববিদ্যালয়েও বন্ধ মোবাইল, বেনজির সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের

উদ্দেশ্য বিশুদ্ধ শিক্ষার প্রসার ঘটানো। তাই শিক্ষক এবং ছাত্র সমাজকে মোবাইলের নেশা থেকে দূরে রাখতে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করল উত্তরপ্রদেশের উচ্চ শিক্ষা দফতর। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থীরাই নন, এর আওতায় আসবেন শিক্ষকেরাও। পঠন-পাঠনের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষাক্ষেত্রে সঙ্গে জড়িত কেউই।

শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি রাজ্য সরকার, মোবাইল নিয়েই কেউ শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এমনকি বিজ্ঞপ্তিতে ঘটা করে এও লেখা হয়েছে যে, শিক্ষক এবং শিক্ষার্থীরা পঠন পাঠনের অনেকটা মূল্যবান সময় মোবাইলের পিছনে দিয়ে নষ্ট করে থাকেন। তাই শিক্ষার জন্য উন্নত পরিবেশ সৃষ্টি করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হল‌ সরকারি তরফে।

যদিও এই সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছে দেশজুড়ে। এই ধরনের একতরফা সিদ্ধান্তকে ‘মৌলবাদী ফতোয়া’ বলতেও দ্বিধা ওঠেনি বেশকিছু বিদগ্ধ মহলে।